বাঁকুড়া জেলার সোনামুখি ব্লকের উত্তর দেরিয়াপুর গ্রামে ১৯৯০ সালে জন্মগ্রহণ করেন কবি কুতুব উদ্দিন মণ্ডল। রাধামোহনপুর জেএন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পর সোনামুখি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি কৃষিকাজ ও ব্যবসায় নিযুক্ত আছেন। ২০১০ সাল থেকে তাঁর লেখালেখির চর্চা শুরু হয়। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখাগুলি নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে।