Recent Post

বোকার চালাকি: সৌমেন দেবনাথ

দেখতে যেমন বোকা বোকা, কথাবার্তায়ও তেমন বোকা বোকা। কাজে-কর্মের ধরণ-ধারণেও বোকামি বোকামি ভাব। চলন-বলনেও বোকা বোকা দেখতে লাগা মানুষটার নাম আক্কাস। সহজ-সরল আর আলাভোলা এই লোকটাকে নিয়ে আমরা যথেষ্ট  মজা-মশকরা করি। যখন মন চায় তখনই তাকে ডেকে নিয়ে যেদিক সেদিক চলে যাই। 

কিন্তু যেদিকেই যায় সেদিকেই আক্কাস টাকা কুড়িয়ে পায়। এই টাকা কুড়িয়ে পাওয়ার ভাগ্য তার ঈর্ষণীয়। কখনও দশ টাকা, কখনও পঞ্চাশ টাকা, কখনও বা একশত টাকাও সে কুড়িয়ে পায়। ব্যাপারটা আমাদের কাছে আর হালকা থাকল না। এত টাকা সে কুড়িয়ে পায় আর আমরা এক টাকাও কুড়িয়ে পাই না, এত মন্দভাগ্য আমাদের? আমরা তার কাছ থেকে বুদ্ধি নিলাম, কী করলে আমরা টাকা কুড়িয়ে পাবো। সে বলল, নদীর পাড়ে, পুকুর পাড়ে কি আর টাকা পড়ে থাকে? যেদিকে মানুষের আনাগোনা বেশি সেদিকে নিচের দিকে তাকিয়ে হাঁটতে হবে। 

পরপর কয়েকদিন নিচের দিকে তাকিয়ে হেঁটেও টাকা পেলাম না। এবার সে আর এক বুদ্ধি দিল— খুব ভোরে বাজারে যাবি। টাকা পাওয়ার সম্ভাবনা তাতে বাড়বে।

তার কথা মতো ভোরে ভোরে বাজার যাই, টাকা কুড়িয়ে আর পাই না। 

নিজেদেরকে দুর্ভাগ্যবান মনে হয়, আর সৌভাগ্যবান আক্কাসের কুড়িয়ে পাওয়া টাকায় বিকাল-সন্ধ্যা নাস্তা করি৷ এত টাকা সে কী করে পায়, তাই তার সঙ্গে হাঁটি আর সতর্ক থাকি। 

একদিন দেখি হঠাৎ পকেট থেকে পঞ্চাশ টাকার নোট বের করে একটু দূরে ছুড়ে দিল। তারপর কুড়িয়ে নিয়ে বলল, পেলাম পেলাম পঞ্চাশ টাকা পেলাম!

ঘটনাটি ধরে ফেলার পর নিজের খুব খারাপ লাগল৷ যাকে সারাক্ষণ বোকা বোকা বলি, সেই বোকা লোকটিই আমাদের প্রতিদিন বোকা বানিয়ে চলেছে, ধরতেও পারিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Nabataru-e-Patrika-2023-9.jpg
ছোটো গল্প

কলার বাকল: রানা জামান

    জাবের ও নাভেদ বের হয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চল ভ্রমণে। ওরা চলে গেল নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলায়। সাদা সিমেণ্ট দেখবে। বাংলাদেশের আরেক মূল্যবান খনিজ; চিনামাটির তৈজসপত্র তৈরি করা হয়। পাহাড়ি এলাকায় ঘুরাঘুরি করতে ওদের বেশ লাগছে। ছোট ছোট পাহাড়ে উঠে ছবি তুলছে দেদার, সেল্ফিও নিচ্ছে। সকাল এগারোটা বাজছে। খিদে খিদে ভাব অনুভব করছে পেটে। চা পানের […]

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    ছোটো গল্প

    মানসী: তুলি মুখোপাধ্যায় চক্রবর্তী

      হঁ বাবু, যে শরীর তুকে শান্তির ঘুম দেয়, একটা ছবি থাকবেনি তার! কুতোওও ছবি তুর আঁকা, বিকোয় দেশ বিদেশ, একটা লয় ইখানেই থাইকবে, মাটির ঘরে

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      ছোটো গল্প

      সাপ-ওঝা: তুলি মুখোপাধ্যায় চক্রবর্তী

        পাড়ায় ছোটখাটো মাস্তানি করতে করতে ক্লাব সেক্রেটারি। পার্টির নেতাদের নেকনজরে কাউন্সিলর থেকে এমএলএ। মৌরুসীপাট্টার দোপাট্টা গলায় বারো পাশ শ্রীমান রতন সমাদ্দার

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন