Recent Post

ফ্রেম: কনকজ্যোতি রায়

ফ্রেম: কনকজ্যোতি রায়

মন জুড়ে তারাহীন আকাশ
হৃদয়ে অলীক কল্পনার অনুরণন
চোখের পাতায় ভেসে যাওয়া টুকরো টুকরো মেঘ।

অনেকদিন বৃষ্টি হয় নি,
সিঞ্চনের আশায় পাতাগুলি হলুদ
শুষ্ক ধানের শিষে ফলে না মমতার ফসল,
ক্ষয়িষ্ণু শিকড় উৎপাটনের অপেক্ষায়,
ধুমকেতুর মতো হঠাৎ এসেই মিলিয়ে যায়
লাল নীল আর সবুজ স্বপ্নগুলো,

ভালবাসার মোড়কে নকল সোনা
বাজারদর তারই সবচেয়ে বেশি
অলিতে গলিতে হীরের টুকরোর ছড়াছড়ি।

প্রজাপতিটা আসেনি অনেকদিন
ওটা শুধুই রং ভুল করে
ধরতে পারলে বাঁধিয়ে রাখতাম
সুদৃশ্য ফ্রেমে,
নিরাভরন নয়, মালা দিয়ে।

Author

  • কনকজ্যোতি রায়

    ১৯৮২ সালে অবিভক্ত মেদিনীপুর জেলায় কবি কনকজ্যোতি রায়ের জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশায় শিক্ষক কনকজ্যোতি রায় অবসর সময়ে ভালোবাসেন বই পড়তে ও লেখালেখি করতে। তারই ফসল তথ্যকেন্দ্র, সময়, শিক্ষা ও সাহিত্য, ইরাবতী, অবেক্ষণ, কিশলয়, নবপ্রভাত, কথালহরী, বাংলার লেখা, কিশোর বিজ্ঞানী প্রভৃতি পত্রিকায় কবিতা ও প্রবন্ধ প্রকাশ।

2 thoughts on “ফ্রেম: কনকজ্যোতি রায়

  1. কবি ও কবিতা কল্পনার আকাশে।

  2. অমন একটা রংবাহারি প্রজাপতি আমার যদি থাকত বড়ো ভালো হত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দখিনা বাতাস: বিবেক পাল
কবিতা / ছড়া

দখিনা বাতাস: বিবেক পাল

    গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
    পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
    খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
    অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
    কবিতা / ছড়া

    পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

      স্বার্থের খেলায় অন্ধ সুজন,
      হারিয়েছে আজ সব প্রয়োজন।
      সময় স্রোতে ভাসে মৃত মন,

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়

        আজ প্রহর শান্ত, রাত মধ্যম
        নিবিড় বর্ষায় আভাসে
        সমস্ত উজ্জ্বলতা ঘুমিয়ে পড়েছে শরীরে

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন