১৯৮২ সালে অবিভক্ত মেদিনীপুর জেলায় কবি কনকজ্যোতি রায়ের জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশায় শিক্ষক কনকজ্যোতি রায় অবসর সময়ে ভালোবাসেন বই পড়তে ও লেখালেখি করতে। তারই ফসল তথ্যকেন্দ্র, সময়, শিক্ষা ও সাহিত্য, ইরাবতী, অবেক্ষণ, কিশলয়, নবপ্রভাত, কথালহরী, বাংলার লেখা, কিশোর বিজ্ঞানী প্রভৃতি পত্রিকায় কবিতা ও প্রবন্ধ প্রকাশ।
কবি ও কবিতা কল্পনার আকাশে।
অমন একটা রংবাহারি প্রজাপতি আমার যদি থাকত বড়ো ভালো হত।