ডিজিটালের যুগ যে এটা
মোবাইলটি হাতে,
পরম বন্ধু চরম মিত্র
ফেসবুকেরই সাথে।
পাশে বসা আত্মীয় তার
দেখার সময় যে নেই,
কথা কোথায়? স্ক্রিন পড়ে
আপনার মনেতেই।
দেশ বিদেশের অনেক খবর
অমনি চলে আসে,
অজানা তথ্যের ভান্ডার তো
ফেসবুকেতে ভাসে।
ধরলে নেশা সর্বনেশে
নেট হয়েছে দামি,
ফোনটি পেয়ে অনেক যুবক
হচ্ছে বিপথগামী।
ফেসবুক আছে তাই তো কবির
কলম হয়নি ফিকে,
নিত্য নতুন ভাবনা লেখা
ছড়ায় চতুর্দিকে।
১৯৬৯ সালে অখণ্ড চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ থানার কোঠাবাড়িতে কবি জগদীশ মণ্ডলের জন্ম। তাঁর পিতা শ্রী মহাদেব মণ্ডল ও মাতা বিনোদিনী দেবী। অল্প বয়স থেকেই মামার অনুপ্রেরণায় লেখায় হাতেখড়ি হয় তাঁর। শৈশবে কাদামাটির সঙ্গে থেকে জীবন-সংগ্ৰামের মধ্যে বড়ো হওয়া কবির লেখার ছত্রে ছত্রে ফুটে ওঠে প্রকৃতি এবং আর্ত-মানুষের আনন্দ-বেদনার ছবি। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক অবক্ষয়ের বুদ্ধিদীপ্ত আলোচনার ছাপ পাওয়া যায় তাঁর লেখায়।
স্নাতকোত্তর ও বিএড উত্তীর্ণ কবি জগদীশ মণ্ডল পেশায় একজন শিক্ষক। এছাড়া অসংখ্য লিটল ম্যাগাজ়িন, দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক পত্রিকায় ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ফিচার, ভ্রমণ, খেলা বিষয়ের লেখক এবং সাংবাদিক। লিখেছেন শুকতারা, কিশোরভারতী, সাপ্তাহিক বর্তমান, দৈনিক স্টেটসম্যান-সহ একাধিক প্রথম শ্রেণির বাংলা পত্র-পত্রিকায়। আকাশবানী প্রাত্যহিকী এবং এফএম-এ অনেক লেখা পাঠ হয়েছে। পল্লীকমল পুরস্কার(রৌপ্য পদক-২০১৩), বিহারীলাল চক্রবর্তী স্মৃতি সাহিত্য পুরস্কার(২০১৫), আন্তর্জাতিক বাংলাভাষা পুরস্কার(২০১৬), প্রেমেন্দ্র মিত্র স্মৃতি পুরস্কার(২০১৬)-সহ পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মাননা।
লেখকের প্রকাশিত গ্ৰন্থ:—
(১)সবুজের হাতছানি(২০০২)
(২)আকাশ নীল নীল(২০০৩)
(৩)অবুজ মনের সবুজ কথা(২০০৪)
(৪)নো ভ্যাকান্সি(২০০৮)
(৫)লিমেরিকের দোলনা(২০১০)
(৬)ভূতগূলো সব জ্যান্ত(২০১৬)
(৭)সবুজ মনের রঙিন তুলি(২০১৬)
এছাড়া 'ছোটদের মিষ্টিকথা' নামক একটি পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত আছেন তিনি।