Recent Post

ফেরিওয়ালার মাঠ

ফেরিওয়ালার মাঠ – সামিয়েল সহেল মণ্ডল

একটা প্রকান্ড মাঠ; সোনার।
ফেরিওয়ালারা সবাই চেনে:
অবকাশের আকাশ ছিলো যেখানে।
নেই সব, অথবা কিছুই!
তোমার 
এমনি দুপুরে চুল খুলে, বটগাছের মতো।
কি তৃষ্ণায়, অসহায়তায়
ছুটে গেছি তোমার কাছে;
নিদ্রাহীন -
সাম্যবাদের পুতুল খেলায়।
খোলাম-কুচির মতো নিরেট,
জ্যামিতিক
এসব পেলে কোথায়?

তুমিও তো এখনই ফেরিওয়ালা হতে পারতে!
ভবিষ্য কোথাও লেখা থাকে না তো।
আমার পিছনে দেখো,
হাজার হাজার হাজার ;
কোথাও তো দাঁড়ি টানা দরকার।
এবার সোনার মাঠের দিকে তাকাও!
তোমাকে এমন অচেনা লাগছে কেন?
নিতান্ত উপলক্ষ্য বৈ তো নয়,
অথচ
ঝুরি কেমন কান্ডের স্তম্ভ হয়ে গেল,
ফেরিওয়ালাদের সরাইখানা,
হাটবাজার,
আর
হে অপ্সরী
তুমিও নিছক সস্তার মেয়েমানুষ।

ঝরের রাতের আকাশটা মনে আছে?
ঐ উত্তর-পশ্চিমের দিগন্ত থেকে:
ধেয়ে আসা বজ্রপাত,
আর মৃত্যুর সকাল?
দুমরানো সারি সারি ফসলের লাশ,
বাওবাবের মতোন
মাথা গোঁজা;
উপড়ানো শিকড়
পাতা কান্ড সব পচে গেল।
ভুলে গেছো
তিন ছক্কায়, সব পচে যায়।
আলো জল মাটি 
মিশে থাকে লাঙ্গলের ফলায়।

Author

  • Barun@Mukherjee

    নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।

One thought on “ফেরিওয়ালার মাঠ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
কবিতা / ছড়া

বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়

    আজ প্রহর শান্ত, রাত মধ্যম
    নিবিড় বর্ষায় আভাসে
    সমস্ত উজ্জ্বলতা ঘুমিয়ে পড়েছে শরীরে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    ভ্রান্তির শ্লোক: আহবাব হাসনাত লাবিব
    কবিতা / ছড়া

    ভ্রান্তির শ্লোক: আহবাব হাসনাত লাবিব

      ক্লান্ত হৃদয় হিমেল হাওয়া,
      প্রশান্তি আনে তর ছোঁয়া।

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম
      কবিতা / ছড়া

      সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম

        বারবার আমিও ফিরে আসি
        পুরোনো সম্পর্কে গড়ি নতুন কথাঘর
        দ্রৌপদী যামিনী কন্যা আমার বুকে বাসা বাঁধে অনুক্ষণ।।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন