Recent Post

ফেরা: প্রাণকৃষ্ণ বন্দ‍্যোপাধ্যায়

ফেরা: প্রাণকৃষ্ণ বন্দ‍্যোপাধ্যায়

ফেরা: প্রাণকৃষ্ণ বন্দ‍্যোপাধ্যায়

ফিরে এসেছি ভালোবাসাটির কাছে
গ্ৰামীন নদীটি সেতুহীন আঁকাবাঁকা
মেঠো রোদ্দুর চাঁদ ফুটে আছে গাছে
ঘাসফুলমাটি বাঁশি বাজানোর শাখা

ফিরে এসেছি তোমার উঠোনে দ্যাখো
সদা টলোমলো দ্বিধামুখি প্রশ্রয়ে
এই তো ছুঁয়েছি প্রাচীন ফুলের গাছ
ভুল বানানের চিঠি লেখা সংশয়ে

ফিরতে ফিরতে অনেক হল কি দেরি
শাণিত শাসন মুছে দিল সুখ-স্মৃতি
সময়ের গলি বড়‌ই অচেনা আজ
তবুও তো মানি ফিরে আসাটাই রীতি

ওই যে হাওয়ারা স্পন্দনে ফেরে রোজ
বর্ষার গায়ে চকমকি মেঘমালা
ফিরে এসেছি অনুপম আলো মেখে
এবার আমার ফিরে আসবার পালা

Author

  • প্রাণকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়

    কবি প্রাণকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় ১৯৭৪ সালে অবিভক্ত বর্ধমানের(বর্তমানে পশ্চিম বর্ধমান) বালিজুড়ি গ্ৰামে জন্মগ্রহণ করেন। সেখানেই অতিবাহিত করেন বাল্যকাল। গ্ৰামের প্রাথমিক বিদ্যালয়ে পাঠ সমাপ্ত করে ভর্তি হন কালিপুর উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে তিনি কোল ইণ্ডিয়ায় কর্মরত। দুর্গাপুরের বাসিন্দা কবি প্রাণকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় মূলত কবিতা লিখলেও ছোটোবেলা থেকেই নাটকের প্রতি ছিল তাঁর বিশেষ অনুরাগ। ছোটদের সংগঠন, নিজের নাট্যদল ছাড়াও আর‌ও বেশ কয়েকটি নাটকের দায়িত্বে ছিলেন তিনি। বিভিন্ন জায়গায় মঞ্চস্থ করেছেন বহু নাটক। অভিনয়েও বিশেষ পারদর্শিতার ছাপ রেখেছেন তিনি। পেয়েছেন অনেক সম্মাননা। তাঁর প্রকাশিত গ্ৰন্থ—সবটা শিশির নয়(২০১৬) ও যৌথ কবিতা সংকলন—অহন(২০২০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
কবিতা / ছড়া

স্মৃতির বৈশাখে: প্রিয়াংকা রায়

    শূন্যের মাঝে মরে খুঁজে খুঁজে
    শৈশব মাখা স্মৃতিতে।
    ভাবনার মেঘে রংধনু আঁকা
    বকের পাখায় লাগে তাই
    ধুলায় গোধূলি ছুঁয়ে যায় ঠোঁট

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
    কবিতা / ছড়া

    অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

      থমকে দাঁড়িয়ে আছি
      ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      দখিনা বাতাস: বিবেক পাল
      কবিতা / ছড়া

      দখিনা বাতাস: বিবেক পাল

        গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
        পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
        খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
        অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন