Recent Post

ফুল ফুটেছে হাসো মেলে ঠোঁট: রানা জামান

ফুল ফুটেছে হাসো মেলে ঠোঁট: রানা জামান
ফুল ফুটেছে হাসো মেলে ঠোঁট: রানা জামান
ফুল ফুটেছে পুরোটা হাসো মেলে ঠোঁট
তোমার হৃদয় এতো কঠিন পাথর
অর্ঘ্য দিতে দিতে আমি হয়েছি কাতর
পিছু হটে যাবো নাতো নেবো আরো চোট।

যত পারো দাগো শেল প্রেমে রবো মত্ত
তোমার চৌদিকে রয়ে বুনে যাবো বীজ
দিবানিশি ঘুরে ঘুরে ভুলে যাবো নিজ
ধরাকে বুঝিয়ে দেব ভালোবাসি কত্ত।

কত দিন দূরে থাকো নেই কোনো ভয়
অপেক্ষার দ্বীপ জ্বেলে দিয়ে যাব বায়ু
তোমার প্রত্যাশা নিয়ে কমে যাক আয়ু
ওহে তুমি জেনে রাখো প্রেমে নেই ক্ষয়।

তোমার নামের মালা পরেছি গলায়
না হোক মালা বদল কদলী তলায়!

Author

  • রানা জামান

    একাধারে কবি ও লেখক রানা জামান ১৯৬০ সালে বাংলাদেশের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। এমএসসি, এলএলবি ও এমবিএ উত্তীর্ণ হয়ে সরকারি দফতরে চাকরি করেছেন দীর্ঘদিন। বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা(অতিরিক্ত সচিব)। লেখালেখির সঙ্গে যুক্ত আছেন ছোটবেলা থেকেই। পাশাপাশি ভালোবাসেন সিনেমা দেখতে। এ-যাবৎ তাঁর ৯৩ টি বই প্রকাশিত হয়েছে, দু'টি ইংরেজি কবিতার বইও আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ওরা পাঁচজন: গোবিন্দ মোদক
কবিতা / ছড়া

ওরা পাঁচজন: গোবিন্দ মোদক

    বেশ বড়ো জুলফিটা শৈলেন্দর সিং
    রোজ ভোরে খুব নাচে ধিং তাক ধিং!

    ঝাঁকড়া চুল রাখে বটে সম্বরম হরি
    কোমরেতে বেঁধে রাখে মোটা এক দড়ি!

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    কথাকলি(৮): তীর্থঙ্কর সুমিত
    কবিতা / ছড়া

    কথাকলি(৮): তীর্থঙ্কর সুমিত

      নিঝুম-নিঃশব্দে ঘুমিয়ে পড়েছে পাড়া
      রাত বাড়ার সাথে সাথে জোনাকিরাও….
      আলো আঁঁধারির পথে
      ফোকাস হয়ে উঠেছে সময়
      কিছু মুহূর্ত শিরদাঁড়া উঁচু করে বলে
      ভালো থাকিস ‘কথাকলি’

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      কি জানি কেন: কাজরী মজুমদার
      কবিতা / ছড়া

      কি জানি কেন: কাজরী মজুমদার

        কথা দিয়ে যদি কথা রাখতে না-ই পারলে তবে কথা দিলে কেন?
        ভালোবাসি বলে যদি ভালোবাসার মূল্যই না বুঝলে, তাহলে ভালোবাসি বললে কেন?
        কাছে আসার পর, কাছে আসার ব্যাকুলতা যদি ধরে রাখতে না-ই পারলে,
        তাহলে কাছে আসার কি প্রয়োজন ছিল?

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন