একাধারে কবি ও লেখক রানা জামান ১৯৬০ সালে বাংলাদেশের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। এমএসসি, এলএলবি ও এমবিএ উত্তীর্ণ হয়ে সরকারি দফতরে চাকরি করেছেন দীর্ঘদিন। বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা(অতিরিক্ত সচিব)। লেখালেখির সঙ্গে যুক্ত আছেন ছোটবেলা থেকেই। পাশাপাশি ভালোবাসেন সিনেমা দেখতে। এ-যাবৎ তাঁর ৯৩ টি বই প্রকাশিত হয়েছে, দু'টি ইংরেজি কবিতার বইও আছে।
নিঝুম-নিঃশব্দে ঘুমিয়ে পড়েছে পাড়া রাত বাড়ার সাথে সাথে জোনাকিরাও…. আলো আঁঁধারির পথে ফোকাস হয়ে উঠেছে সময় কিছু মুহূর্ত শিরদাঁড়া উঁচু করে বলে ভালো থাকিস ‘কথাকলি’
কথা দিয়ে যদি কথা রাখতে না-ই পারলে তবে কথা দিলে কেন? ভালোবাসি বলে যদি ভালোবাসার মূল্যই না বুঝলে, তাহলে ভালোবাসি বললে কেন? কাছে আসার পর, কাছে আসার ব্যাকুলতা যদি ধরে রাখতে না-ই পারলে, তাহলে কাছে আসার কি প্রয়োজন ছিল?