ফিরে যেতে পারলে বেশ হতোসেই সন্ধ্যের শুরুতে
আবছা মুখে তোমার ঘরে ফেরা দেখতে একবার যদি পারতাম ফিরতে!
যদি ফিরে যেতে পারতাম আবারও কোনো এক শুরু হওয়া প্রেমের কাছে অথবা
ভোর না-হওয়া কোনো এক গোধূলির পাশে
সীমাহীন আকাশের নিচে অফুরান জোৎস্নাকে
যদি পারতাম রাখতে ধরে
শপথ করে বলছি তোমায়,
আর ফিরতাম না কোনো দিন
আজকের কোনো দিনে
এগিয়ে যাওয়া সময়ে হয়ত বা বয়স বাড়ে
বেঁচে থাকা আসলে তো
শেষ হওয়া, ফুরোনো সে দিনে।
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।