Recent Post

ফিরে আয়: ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়

ফিরে আয়: ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়

ফিরে আয়: ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়

এই মাটিতেই সৃষ্টি 
এই মাটিতেই  ক্ষয়,
মাটির মানুষ ওরে
মাটিতেই ফিরে আয়।

পাষাণ কেন রে আজ?
কি উদগ্র বাসনায়? 
হারালি পথ এমন—
আজ কিসের নেশায়?

ধ্বংস আনলি ডেকে,
উঠতে গিয়ে চূড়ায়, 
রইলো পিছু যা কিছু, 
দিলি সকল ভুলায়!

বল না ওরে এমন,
কেমন সে শ্রেষ্ঠ জন?
সে কোন উন্মত্ততায়—
আপনারেই ভাসায়?

হয়েছে আজ সময়,
না ভুলে উন্মাদনায়,
যে মাটিতে সৃষ্টি তোর 
সেখানেই ফিরে আয়।

Author

  • ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়

    লেখিকা ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৭৯ সালে। অধুনা বীরভূম জেলার শান্তিনিকেতন নিবাসী ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ইতিহাসে স্নাতকোত্তর। লেখার হাতেখড়ি স্কুল ম্যাগাজিনে অনুগল্প লেখা দিয়ে। বিভিন্ন বিষয় পড়তে ভালোবাসেন। লেখার মূল অনুপ্রেরণা রবীন্দ্রকাব্য ধারা। সামাজিক বিষয় ও রোম্যান্টিসিজ়ম কবির মূল উপপাদ্য বিষয়। স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ ও বিভিন্ন পত্রিকাতে লেখালেখি করতে ভালোবাসেন তিনি। অবসর সময়ে সংগীত সাধনাতেও মগ্ন থাকেন শ্রীমতী বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে সাহিত্যকে শুদ্ধ ও নব দিশায়, মানব জীবনের প্রতিচ্ছবি করে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন কবির চোখে। পাঠক মহলের কাছে পৌঁছে দিতে চান নতুন দিনের আশার আলো এই সাহিত্যকেই সোপান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন