কবি ও গল্পকার অজিত কুমার জানা হাওড়া জেলার শ্যামপুর থানার কোটরা গ্রামে ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন। জেলার রাধাপুর হাইস্কুল ও শ্যামপুর হাইস্কুল থেকে পড়াশোনা সম্পূর্ণ করে শ্যামপুর সিদ্ধেশ্বরী কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মশরালী কনভার্টেড জুনিয়র বেসিক স্কুল থেকে প্রধান শিক্ষক হিসাবে অবসর গ্রহণের পর ব্যস্ত থাকেন কবিতা ও গল্প লেখায়। বই পড়তেও ভালোবাসেন তিনি। দশ বৎসর বয়স থেকেই লেখালেখির চর্চা শুরু হয়। বিভিন্ন পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়ে আসছে। পেয়েছেন একাধিক সম্মাননা ও পুরস্কার। তাঁর প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা ৪৫, মৌলিক নাটক একটি ও যৌথকাব্য সংকলন ২০টি।