Recent Post

প্রেম: অজিত কুমার জানা

প্রেম: অজিত কুমার জানা

প্রেম বীজ হৃদয়ে ফুটে, 
রূপান্তর ঘটায় শরীর, মনে।
মানচিত্রে সবুজ পাহাড় খাড়া, 
প্রজাপতির মিছিল ফুল বাগানে।।

ঘড়ি, অফিস উইপোকা খায়,
জ্যামিতির কাঁটা খাতায় বিঁধে।
মেঘদূত বোকা কালিদাস লিখে,
বাঁশি ডাকে রাধে রাধে।।

প্রেম দিবসের পতাকা ওড়ে,
ভাবের ডানায় ভালবাসার রোদ। 
একলা মাটি, ছায়াতল খুঁজে,
বালক রাখাল বড় সুবোধ।।

Author

  • অজিত কুমার জানা

    কবি ও গল্পকার অজিত কুমার জানা হাওড়া জেলার শ্যামপুর থানার কোটরা গ্রামে ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন। জেলার রাধাপুর হাইস্কুল ও শ্যামপুর হাইস্কুল থেকে পড়াশোনা সম্পূর্ণ করে শ্যামপুর সিদ্ধেশ্বরী কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মশরালী কনভার্টেড জুনিয়র বেসিক স্কুল থেকে প্রধান শিক্ষক হিসাবে অবসর গ্রহণের পর ব্যস্ত থাকেন কবিতা ও গল্প লেখায়। বই পড়তেও ভালোবাসেন তিনি। দশ বৎসর বয়স থেকেই লেখালেখির চর্চা শুরু হয়। বিভিন্ন পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়ে আসছে। পেয়েছেন একাধিক সম্মাননা ও পুরস্কার। তাঁর প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা ৪৫, মৌলিক নাটক একটি ও যৌথকাব্য সংকলন ২০টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দখিনা বাতাস: বিবেক পাল
কবিতা / ছড়া

দখিনা বাতাস: বিবেক পাল

    গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
    পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
    খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
    অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
    কবিতা / ছড়া

    পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

      স্বার্থের খেলায় অন্ধ সুজন,
      হারিয়েছে আজ সব প্রয়োজন।
      সময় স্রোতে ভাসে মৃত মন,

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়

        আজ প্রহর শান্ত, রাত মধ্যম
        নিবিড় বর্ষায় আভাসে
        সমস্ত উজ্জ্বলতা ঘুমিয়ে পড়েছে শরীরে

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন