মোবাইল প্রেমী বিশ্ব মানব, মোবাইল গত প্রাণ,
মোবাইল ছাড়া অচল জীবন, নেইকো পরিত্রাণ।
দিবানিশি প্রাণ পাখি সে, হৃদয় জুড়ে রয়,
মনের কথা মুখ না খুলেই, সবার কাছে কয়।
আপন মানুষ পর করে সে, পরকে আপন করে,
বিশ্ব ভুবন ধরে আনে, আমার ছোট্ট ঘরে।
না-দেখা সেই জগৎখানি, দেখতে ব্যকুল মন,
চলছে হেথায় সবার তরে, বিশ্ব(রূপ) দরশন।
মন্দ ভালোর এই দুনিয়া, চালক মন-পাখি,
গোলক ধাঁধায় নষ্ট না হোক, অবুঝ দুটি আঁখি।
এখন ভাবি বানালো মানুষ, ছোট্ট মোবাইলখানি,
মোবাইল এবার গড়ছে মানুষ, যন্ত্র যেমন মানি।
বিবর্তনের এ কোন খেলা, কোথায় ইহার শেষ?
মহাবিশ্ব আপন হবে ? পৃথিবী কি শেষ?
মোবাইল আজি জিওন কাঠি, প্রাণ-পাখি যে ভাই,
মন-আঁখি তাই খুঁজে সদাই, (যেন)দেহে আর প্রাণ নাই।।
নবতরু ই-পত্রিকায় লেখালেখির বিষয়ে যাঁরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তাঁদের মধ্যে আশুতোষ সরকার অবশ্যই একজন। ১৯৬৩ সালে মালদা জেলার গাজোলের ময়না নামক গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বিদ্যালয় জীবন শুরু হয় স্থানীয় দেবীদহ প্রাথমিক বিদ্যালয়, ময়না থেকে। এরপর গাজোল হাজী নাকু মহঃ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন ও পরবর্তীতে প্রাণীবিদ্যা বিষয়ে রায়গঞ্জ ইউনির্ভাসিটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যা নিয়ে স্নাতকোত্তর ও বিএড সম্পূর্ণ করেন তিনি।
সর্বপ্রথমে নিজ প্রতিষ্ঠিত আদর্শবাণী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে তাঁর শিক্ষকতার জীবন শুরু। পরবর্তীতে সিউচাঁদ পরমেশ্বরী উচ্চবিদ্যালয়ে ও পুরাতন মালদহ কালাচাঁদ উচ্চ বিদ্যালয়(১৯৯৫-২০১৭)-এ সহকারী শিক্ষক হিসাবে শিক্ষকতা করেন। শিক্ষকতার ব্যস্ততার বাইরে ভালোবাসেন সমাজ সেবা করতে এবং সমাজে নীতিবান ও আদর্শবান মানুষ তৈরী করার অক্লান্ত প্রচেষ্টায় মগ্ন থাকেন। তিনি নিজের নিরলস প্রচেষ্টা, পরিশ্রম ও সততার দ্বারা প্রাক-প্রাথমিক ও প্রাথমিক আদর্শবাণী বিদ্যালয়, আদর্শবাণী অ্যাকাডেমি (মাধ্যমিক) ও আদর্শবাণী শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন মালদহ জেলার গাজোলে। একজন শিক্ষক হিসাবে শুধুমাত্র গাজোল, মালদহ বা উত্তরবঙ্গেই নয় সমগ্র পশ্চিমবঙ্গে খ্যাতি অর্জন করেছেন তাঁর আদর্শে তৈরি ছাত্রছাত্রীদের সফলতার দ্বারা। বর্তমানে বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে দিনের বেশিরভাগ সময় অতিবাহিত করেন ও অবসর সময়ে গান-বাজনা নিয়েও থাকেন তিনি। ছাত্রছাত্রীদের নিয়ে গবেষণা করেন তাদের উন্নতি করবার জন্য। তাঁর লেখা প্রচুর প্রবন্ধ, নিবন্ধ ও কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্র-পত্রিকা ও গ্রন্থে।
One thought on “প্রাণপাখি মন-আঁখি(জিওন কাঠি): আশুতোষ সরকার”
শুভেচ্ছা জানাই নবতরু পত্রিকার কর্তৃপক্ষদের। আপনাদের উপস্থাপনা এবং প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে, সাধারণের জন্য অসাধারণ প্রয়াস, এভাবেই একদিন উৎকর্ষতার শীর্ষে পৌঁছানোর সকল পরিকল্পনার লক্ষণ ব্যক্ত করতে সমর্থ হয়েছেন আপনারা। নমস্কার।
শুভেচ্ছা জানাই নবতরু পত্রিকার কর্তৃপক্ষদের। আপনাদের উপস্থাপনা এবং প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে, সাধারণের জন্য অসাধারণ প্রয়াস, এভাবেই একদিন উৎকর্ষতার শীর্ষে পৌঁছানোর সকল পরিকল্পনার লক্ষণ ব্যক্ত করতে সমর্থ হয়েছেন আপনারা। নমস্কার।