কুটুম পালায়
ভাড়াটেরা চুপ
কাঠুরেরা বলে; দুদিন টিকিয়ে রাখা হে
ত্রিবেণী যাবে না
সে পুন্নি করেনি
জষ্টিমাস পুকুরে জল হতে দাও
শবাধার নিভিবে কেমনে?
চোখ বুজলে দু'কলম জেলার পাতায়।
টিকোমা কাঞ্চন রডেনন্টেলিয়া ফুটেছে বিস্তর
পাশে থেকে পুড়ে যেতে চায়
চিতার দুপাশে হবে গন্ধের নাচ গান।
শিয়ারা ছাড়াই ঘুগিতে মাছ
মাগুর ঘড়ুই খুঁজছে পলুই খালুই
পুড়কির লম্বা ওড়।
গ্রামদেশে আষাঢ়ের পহেলা প্রহরে
খাদ্য শৃঙ্খলে হাহাকার নেই।
আর নিজের ভার বলতে পারো না বলে
ভারহীন ।
আশির দশকের কবি ও গল্পকার দেবাশিস সরখেল পুরুলিয়া জেলার রঘুনাথপুরের নড়িরা/নডিরা গ্রামে জন্মগ্রহণ করেন। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে প্রথমে ভারতীয় ডাক বিভাগ ও পরে উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিযুক্ত হন। দীর্ঘদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে বর্তমানে অবসরকালীন সময়ে সাহিত্য চর্চায় নিমগ্ন রয়েছেন। নিজস্ব উদ্যোগে তৈরি করেছেন একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সেখানে নিয়মিত সাহিত্যের আসর বসে।সাহিত্যের বিভিন্ন ধারায় তাঁর অবাধ বিচরণ।
কবিতা, গল্প-সহ তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অনেকগুলিই।