Recent Post

প্রবহমান: কনকজ্যোতি রায়

 প্রবহমান: কনকজ্যোতি রায়

একদিন
চরাচরের নিস্তব্ধতায় মুখোমুখি
রুদ্ধগতি মহাকাল, বিপুলা বৈশাখী,
বনানীর মর্মর, হৃদয়ে কলতান
নীল স্বপ্ন চোখে, ভ্রমরের আহ্বান।

অতঃপর
ঢাকা পড়ল নক্ষত্র, ভেঙে গেল বাঁধ
আবিষ্কৃত হল বেঁচে থাকার আহ্লাদ,
ছায়া যেন কায়া, জগৎ তখন মায়া
বুকের মাঝে আগুন, দৃষ্টিতে আলেয়া,
সত্তার ইতি, সংযমের বলিদান
দুমড়ানো পাপড়ি, তছনছ বাগান।

অবশেষে
থেমে গেল তুফান, ঝরে পড়ল পাতা
ঝরনা তখন নদী, বালুচরে শূন্যতা,
বসন্ত ইতিহাস, গ্রীষ্মের হাতছানি
অলক্ষে বাজল প্রলয়ের পদধ্বনি।

Author

  • কনকজ্যোতি রায়

    ১৯৮২ সালে অবিভক্ত মেদিনীপুর জেলায় কবি কনকজ্যোতি রায়ের জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশায় শিক্ষক কনকজ্যোতি রায় অবসর সময়ে ভালোবাসেন বই পড়তে ও লেখালেখি করতে। তারই ফসল তথ্যকেন্দ্র, সময়, শিক্ষা ও সাহিত্য, ইরাবতী, অবেক্ষণ, কিশলয়, নবপ্রভাত, কথালহরী, বাংলার লেখা, কিশোর বিজ্ঞানী প্রভৃতি পত্রিকায় কবিতা ও প্রবন্ধ প্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
কবিতা / ছড়া

স্মৃতির বৈশাখে: প্রিয়াংকা রায়

    শূন্যের মাঝে মরে খুঁজে খুঁজে
    শৈশব মাখা স্মৃতিতে।
    ভাবনার মেঘে রংধনু আঁকা
    বকের পাখায় লাগে তাই
    ধুলায় গোধূলি ছুঁয়ে যায় ঠোঁট

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
    কবিতা / ছড়া

    অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

      থমকে দাঁড়িয়ে আছি
      ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      দখিনা বাতাস: বিবেক পাল
      কবিতা / ছড়া

      দখিনা বাতাস: বিবেক পাল

        গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
        পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
        খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
        অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন