Recent Post

প্রদীপ:রৌণক মণ্ডল

প্রদীপ:রৌণক মণ্ডল

পিলসুজে থাকা সেই ছোট্ট প্রদীপ,
টিমটিমে আলো তবু তেজ ততধিক।
দেবতার চরণে যখন সে থাকে,
নিজের শিখাকে সে স্থির করে রাখে।
বায়ু আর জল তাকে করে চঞ্চল,
স্বধর্ম পালনে সে তাও অবিচল।
তেল, ঘৃত যত পায় বাড়ে তত তেজ
তা দেখে মানুষ বলে আহা বেশ বেশ।

Author

  • রৌনক মণ্ডল:

    লেখক রৌনক মণ্ডল ২০০৩ সালে মুর্শিদাবাদের লালবাগ শহরে জন্মগ্রহণ করেন। এরপর বড়ো হয়ে ওঠা উত্তর চব্বিশ পরগনা জেলার মিনাখায়। পরবর্তীতে বাবার চাকরিসূত্রে বহরমপুরে আসা। স্থানীয় রবীন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে ভর্তি হন গীতরাম হায়ার সেকেন্ডারি স্কুলে; সেখান থেকে মাধ্যমিক পাশ করেন। পরে হাওড়া জেলার উলুবেড়িয়ার কিউব কেরিয়ার ইনস্টিটিউট থেকে আবাসিক ছাত্র হিসাবে সম্পূর্ণ করেন উচ্চ মাধ্যমিক। বর্তমানে(২০২১) তিনি মেডিক্যাল কোচিং-এ পাঠরত। বেদ, পুরান ও মহাকাব্যের প্রতি বিশেষ আগ্ৰহ আছে লেখকের আর আছে দেশ সমাজ রাজনীতি নিয়ে লেখালেখি করার অভ‍্যাস। তাঁর কথায়, "ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনা এবং মহাপুরুষদের সঙ্কল্পে নিজেকে শামিল করতে চাই।" নিজের লেখালেখির মধ‍্যে এই ভাবধারা প্রকাশ করতে চান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন