প্রদীপ:রৌণক মণ্ডল

পিলসুজে থাকা সেই ছোট্ট প্রদীপ, টিমটিমে আলো তবু তেজ ততধিক। দেবতার চরণে যখন সে থাকে, নিজের শিখাকে সে স্থির করে রাখে। বায়ু আর জল তাকে করে চঞ্চল, স্বধর্ম পালনে সে তাও অবিচল। তেল, ঘৃত যত পায় বাড়ে তত তেজ তা দেখে মানুষ বলে আহা বেশ বেশ।
পিলসুজে থাকা সেই ছোট্ট প্রদীপ, টিমটিমে আলো তবু তেজ ততধিক। দেবতার চরণে যখন সে থাকে, নিজের শিখাকে সে স্থির করে রাখে। বায়ু আর জল তাকে করে চঞ্চল, স্বধর্ম পালনে সে তাও অবিচল। তেল, ঘৃত যত পায় বাড়ে তত তেজ তা দেখে মানুষ বলে আহা বেশ বেশ।
থমকে দাঁড়িয়ে আছি
ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে
গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!
স্বার্থের খেলায় অন্ধ সুজন,
হারিয়েছে আজ সব প্রয়োজন।
সময় স্রোতে ভাসে মৃত মন,