Recent Post

প্রত্যাখ্যান:ড. হাসিবুল বেগ

প্রত্যাখ্যান:ড. হাসিবুল বেগ

প্রত্যাখ্যান:ড. হাসিবুল বেগ

সেদিনের...প্রত্যাখ্যান ছিল এক আকাশ—
মানবতা মুখ ফিরিয়েছিল...সেদিন,
ভালোবাসায় লেগেছিল স্বার্থের আবেগ—
সমীরণ হেঁটেছিল পথ...দ্রুতিহীন।

রচিত হয়েছিল এক'ক্ষত আখ্যান—
নামাঙ্কিত করা যায়নি প্রকাশ্যে,
নিবিড় রজনী জাগরিত চাঁদ—
বিনিময় করত বাক্য দূরাভাসে।

রোমান্টিকতার সুবাসে ছিল বাস
উপেক্ষার আঁচলে বাঁধাছিল গোলাপী
চোখে ঠোঁটে লেগেছিল অনাবিল আনন্দ
মুসকুরাহট্ ছিল…দামি এক কোটি।

বিচ্ছেদ ভাবনা ছিলনা মনের অন্দরে
এক পলকের দূরত্বে থেমে যেত ধড়কন—
অগ্নি ব্যতীত স্বাক্ষী ছিল বিশ্বের যা কিছু
রোমিও-জুলিয়েট সুলভ ছিল আচরণ।

ভালবাসা বাঁচে আজও...অন্তরজুড়ে—
কোন এক বাঁকে যদি হয়ে যায় মিলন,
এক লমহায় সব ভুলে যেতে পারি—
প্রত্যাখ্যানের শত অকারণ কারণ !

Author

  • ড. হাসিবুল বেগ

    কবি হাসিবুল বেগ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত শ্রীরামপুর গ্রামে ১৯৭৭ সালে জন্মগ্রহণ করেন। বাল্যকাল কেটেছে গ্রামেই। পাটনা প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কবি হাসিবুল বেগ বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন রামমোহন কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক। ভালোবাসেন কবিতা লিখতে ও গান শুনতে। গবেষণা ও গ্রন্থ রচনার কাজেও ব্যস্ত থাকেন তিনি‌। ইতিমধ্যেই তাঁর বিজ্ঞানভিত্তিক আন্তর্জাতিক গবেষণামূলক দশটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ২০১৯ সালে কলকাতা বইমেলায় প্রকাশিত তাঁর প্রথম কাব্যগ্রন্থ—'নীরব কলরবে'। কলকাতার বিভিন্ন প্রকাশনী থেকে ছড়া ও কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়াও রসায়নের স্নাতক স্তরের জন্য ইংরেজি মাধ্যমে সেমিস্টার সিরিজ 'বিএসসি কেমিস্ট্রি' নামক গ্রন্থের প্রণেতা হলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম
কবিতা / ছড়া

সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম

    বারবার আমিও ফিরে আসি
    পুরোনো সম্পর্কে গড়ি নতুন কথাঘর
    দ্রৌপদী যামিনী কন্যা আমার বুকে বাসা বাঁধে অনুক্ষণ।।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
    কবিতা / ছড়া

    স্মৃতির বৈশাখে: প্রিয়াংকা রায়

      শূন্যের মাঝে মরে খুঁজে খুঁজে
      শৈশব মাখা স্মৃতিতে।
      ভাবনার মেঘে রংধনু আঁকা
      বকের পাখায় লাগে তাই
      ধুলায় গোধূলি ছুঁয়ে যায় ঠোঁট

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
      কবিতা / ছড়া

      অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

        থমকে দাঁড়িয়ে আছি
        ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন