কবি কমল কুমার রায় ১৯৭৭ সালে পূর্ব বর্ধমান জেলার অজয় নদের তীরে 'বসুধা' নামক গ্রামে জন্মগ্রহণ করেন।
বাল্যকাল বসুধা সংলগ্ন অঞ্চলে অতিবাহিত হয়েছে। চারিদিকে সবুজ মাঠ, নিকটে অজয় নদের জল প্রবাহ। উন্মুক্ত সবুজের সমারোহে বড়ো হয়ে ওঠেন তিনি। স্থানীয় বনকাটি গ্রাম-পঞ্চায়েতের জয়রামপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে তাঁর পড়াশোনা শুরু হয়। পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বীরভূম জেলার ইলামবাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। বি.এসসি. ডিগ্রি বোলপুর কলেজ থেকে অর্জিত। পরবর্তী সময়ে শান্তিনিকেতন বনিয়াদ থেকে প্রাথমিক শিক্ষক শিক্ষণ সম্পন্ন করেন। বর্তমানে তিনি শিক্ষাকতার সঙ্গে যুক্ত আছেন। পাশাপাশি ভালোবাসেন ছবি আঁকতে, শপিং করতে ও বাইকে ভ্রমণ করতে।
২০২০ সালের লকডাউনেই মূলত তাঁর লেখালেখির সূত্রপাত। আজও চলছে তা আপন গতিপথে। সোশ্যাল সাইটে লেখা প্রথম পোস্ট করেন তিনি। তারপর নানা কাব্যিক গ্রুপে পোস্ট হতে থাকে লেখালেখি। বিভিন্ন গ্রুপ থেকে অনেক সম্মাননাপত্রও অর্জন করেছেন কবি কমল কুমার রায়।
খুব সুন্দর sir
Sundor lekha👌👌👌
প্রকৃতি অপরুপ।