Recent Post

প্রকৃতির রূপ: কমল কুমার রায়

প্রকৃতির রূপ: কমল কুমার রায়

ওই দূরে দেখা যায় কত-না সৌন্দর্যের রূপ, 
গগন সমতলে মিশেছে ভ্রমমনে চুপ।
রামধনুর মায়াবী যত রঙছায়ার আবেশ,
কচি থেকে বৃদ্ধের হৃদয়ে আনন্দ করে প্রবেশ।

সময়ের ব্যবধানে ঘটে যায় কত-না ঘটনা, 
হাওয়ার দাপটে নীর ভাঙে নিয়ে অনটনের সূচনা।
শুভ্র মেঘপুঞ্জে ঘন কালোর হাতছানি,
আলোর ঝলকানিতে চারিদিকে আতঙ্কের শব্দধ্বনি।

তিতলির নিত্যরূপী প্রেমে মন মজে যাওয়া,
ক্ষণিকের ধ্বংসলীলার পরেও নিজেকে ফিরে পাওয়া। 
বিলম্বিত লয়ে পাওয়া যায় খুশির ধনাত্মক বোধ,
একাগ্রতার কর্মমগ্নতায় মুক্ত সকল ঋণশোধ ।

Author

  • কমল কুমার রায়

    কবি কমল কুমার রায় ১৯৭৭ সালে পূর্ব বর্ধমান জেলার অজয় নদের তীরে 'বসুধা' নামক গ্রামে জন্মগ্রহণ করেন। বাল্যকাল বসুধা সংলগ্ন অঞ্চলে অতিবাহিত হয়েছে। চারিদিকে সবুজ মাঠ, নিকটে অজয় নদের জল প্রবাহ। উন্মুক্ত সবুজের সমারোহে বড়ো হয়ে ওঠেন তিনি। স্থানীয় বনকাটি গ্রাম-পঞ্চায়েতের জয়রামপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে তাঁর পড়াশোনা শুরু হয়। পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বীরভূম জেলার ইলামবাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। বি.এসসি. ডিগ্রি বোলপুর কলেজ থেকে অর্জিত। পরবর্তী সময়ে শান্তিনিকেতন বনিয়াদ থেকে প্রাথমিক শিক্ষক শিক্ষণ সম্পন্ন করেন। বর্তমানে তিনি শিক্ষাকতার সঙ্গে যুক্ত আছেন। পাশাপাশি ভালোবাসেন ছবি আঁকতে, শপিং করতে ও বাইকে ভ্রমণ করতে। ২০২০ সালের লকডাউনেই মূলত তাঁর লেখালেখির সূত্রপাত। আজও চলছে তা আপন গতিপথে। সোশ্যাল সাইটে লেখা প্রথম পোস্ট করেন তিনি। তারপর নানা কাব্যিক গ্রুপে পোস্ট হতে থাকে লেখালেখি। বিভিন্ন গ্রুপ থেকে অনেক সম্মাননাপত্রও অর্জন করেছেন কবি কমল কুমার রায়।

3 thoughts on “প্রকৃতির রূপ: কমল কুমার রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
কবিতা / ছড়া

বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়

    আজ প্রহর শান্ত, রাত মধ্যম
    নিবিড় বর্ষায় আভাসে
    সমস্ত উজ্জ্বলতা ঘুমিয়ে পড়েছে শরীরে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    ভ্রান্তির শ্লোক: আহবাব হাসনাত লাবিব
    কবিতা / ছড়া

    ভ্রান্তির শ্লোক: আহবাব হাসনাত লাবিব

      ক্লান্ত হৃদয় হিমেল হাওয়া,
      প্রশান্তি আনে তর ছোঁয়া।

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম
      কবিতা / ছড়া

      সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম

        বারবার আমিও ফিরে আসি
        পুরোনো সম্পর্কে গড়ি নতুন কথাঘর
        দ্রৌপদী যামিনী কন্যা আমার বুকে বাসা বাঁধে অনুক্ষণ।।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন