
পাহাড় ডাকে: শক্তিপ্রসাদ ঘোষ
পাহাড় ডাকে আয় ঝরণা ডাকে আয় শাল, সেগুনে ঘেরা আকাশ দেখা যায় পাহাড়টা সবুজ ঘেরা নীল আকাশ দিয়েছে বেড়া বুকের মাঝে নদীর ধারা তির তিরতিরিয়ে বয় পাহাড়টার হাত ছানিতে উড়ে যায় প্রাণ মন ঘুড়তে যাব ঘুড়তে যাবি পাহাড় নদী বন।
পাহাড় ডাকে আয় ঝরণা ডাকে আয় শাল, সেগুনে ঘেরা আকাশ দেখা যায় পাহাড়টা সবুজ ঘেরা নীল আকাশ দিয়েছে বেড়া বুকের মাঝে নদীর ধারা তির তিরতিরিয়ে বয় পাহাড়টার হাত ছানিতে উড়ে যায় প্রাণ মন ঘুড়তে যাব ঘুড়তে যাবি পাহাড় নদী বন।
থমকে দাঁড়িয়ে আছি
ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে
গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!
স্বার্থের খেলায় অন্ধ সুজন,
হারিয়েছে আজ সব প্রয়োজন।
সময় স্রোতে ভাসে মৃত মন,