বলছে কি মন পালিয়ে যাব
এই বাড়ি ঘর ফেলে,
আয় তবে আয় আমার কাছে
ইচ্ছে ডানা মেলে।
ইস্কুলের ওই ক্লাস রুমটা
হয় কি মনে খাঁচা!
শিখতে কি চাস পাখির মতো
আকাশ জুড়ে বাঁচা!
ব্যাগটা বইয়ের পিঠের ওপর
যখন ভীষণ ভারী,
ইচ্ছে কি হয় আছড়ে ফেলে
দূর দেশে দিই পাড়ি ।
হোমওয়ার্কের ঠেলায় কভু
উঠলে নাভিশ্বাস,
মনটা কি চায় পথ হারিয়ে
সাজতে কলম্বাস!
তোর চাওয়া সব নাইবা পেল
দশের কাছে মান,
মন-শাহী তে তুই যে নবাব
আরবের সুলতান।
রোজ বিকেলে হোম টিউশন
একলা খেলার মাঠ,
ব্যালকনি হোক লর্ডস বা ইডেন
হার না মানার পাঠ।
পালিয়ে যাওয়ার এই পাসওয়ার্ড,
থাক শুধু তোর জানা,
ইচ্ছে মতো পালিয়ে বাঁচিস
উড়িয়ে মনের ডানা।
ভাবছিস তো এমন করে
দেয় কে আমায় ডাক,
হাত বাড়িয়ে একটা আকাশ
জানালা খোলা রাখ।
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।