ভালোবাসার বন্ধনে গড়ে এক পরিবার
পরিবারের এক একটি সদস্য মণিমুক্তা
একটি মুক্তা ম্লান থাকলে পরিবার ম্লান
একের ভালোবাসা পুড়ায় অন্যের অপূর্ণতা
পরিবারে হিংসা দ্বেষ ঢুকলে শুরু অবক্ষয়
স্বার্থপরতা অবিশ্বাস ঢুকলে ভাঙন শুরু
সকল সদস্যকে থাকতে হবে স্বার্থের ঊর্ধ্বে
পরিবার মানে হার্দিক সম্পর্কের কোজাগর
শিশুদের ভালোবাসা দিতে হবে অনেক বেশি
বড়দের ভালোবাসায় শক্ত হয় শিশুদের ভিত্তি
মা-বাবার উপেক্ষায় ছেলেমেয়ে হয়ে যায় নষ্ট
সন্তান বিপথে গেলে পরিবারে থাকে না শান্তি
মা-বাবার ভালোবাসা সন্তানে থাকুক বহমান
ভালোবাসার বন্ধনে পরিবার থাকুক অটুট।
একাধারে কবি ও লেখক রানা জামান ১৯৬০ সালে বাংলাদেশের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। এমএসসি, এলএলবি ও এমবিএ উত্তীর্ণ হয়ে সরকারি দফতরে চাকরি করেছেন দীর্ঘদিন। বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা(অতিরিক্ত সচিব)। লেখালেখির সঙ্গে যুক্ত আছেন ছোটবেলা থেকেই। পাশাপাশি ভালোবাসেন সিনেমা দেখতে। এ-যাবৎ তাঁর ৯৩ টি বই প্রকাশিত হয়েছে, দু'টি ইংরেজি কবিতার বইও আছে।