Recent Post

পারিজাতের গল্প(২য় পর্ব): নবজ্যোতি দাস

(আগের পর্বটি পড়ুন)

অফিসে দোতালায় রাস্তার উল্টোদিকে ব্যালকনি রয়েছে, ওইদিকটায় একটা ছোট জলার মতো, অনেকটা তাড়াতাড়ি করেই সেখানে পৌঁছল ও, ঠিক ২০ মিনিটের মাথায় আর একটা সিগারেট ধরিয়ে প্যান্টের পকেট থেকে মোবাইল বের করল, একটা টেক্সট, প্রায় সঙ্গে সঙ্গেই উত্তর এল, ওর কয়েকজন জুনিয়র, সিনিয়র আর কয়েকজন বন্ধু, এদের সঙ্গে প্রায় সব কিছু শেয়ার করে, পরিচিতি অনেকটাই ওর কিন্তু এদেরকেই ওর নিজের মনে হয়। এতক্ষণ যে বিরক্তিটা লাগছিল, অনেকটা কাটল। শীতের দুপুর হলেও বাতাসটা যেন স্বস্তি দিচ্ছিল।

Nabataru-e-Patrika-July-2022-15.jpg July 1, 2022

ফিল্টার ফেলে দিয়ে একটু চোখ বুজল। একটা অধ্যায়…..কিছু স্মৃতি ছবির মতো সামনে দিয়ে সিনেমার ট্রেলারের ভঙ্গিতে চলে গেল। নিজেকে এতটা তাড়াতাড়ি সামলে নেওয়া সম্ভব ছিল না, কিন্তু ও পেরেছে, আর পেরেছে বলেই এতদিন যতকিছু অনেকটা কঠিন মনে হত—সেগুলো বেশ ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে ওর কাছে। কিছু বিষয়ে সমালোচনা অন্য কারও মুখ দিয়ে হলেও শোনে, ম্লান হাসে আর সেগুলো করে দেখানোর তাগিদ আর জেদটা আরও বেড়ে যায়।

পারিজাতদা…. ডাকটা শুনেই সম্বিত ফিরে এল। ঘরের টেবিলে চা এসে গেছে, ফাইল পরে রয়েছে, লাঞ্চ ব্রেক শেষ, কাজও শেষ  করতে হবে, ঘড়িতে তখন ৩টে।

(সমাপ্ত)

Author

  • নবজ্যোতি দাস

    তরুণ প্রজন্মের লেখক নবজ্যোতি দাস ১৯৯০ সালে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে বি-টেক উত্তীর্ণ হয়েছেন। পড়াশোনার পাশাপাশি লেখালেখি, বই পড়া, ভ্রমন, বাইক-রাইড, ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি, ছবি আঁকা, গানবাজনা প্রভৃতি বিষয়ে আগ্রহ আছে তাঁর। লেখালেখির চর্চা শুরু হয় ২০১০ সাল থেকেই। পাড়ার পুজো সংখ্যার ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল তাঁর লেখা একাধিক গল্প-কবিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আয়নাবন্দি: জিৎ সরকার (১/১২ পর্ব)
গদ্য- সাহিত্য গল্প ধারাবাহিক গল্প

আয়নাবন্দি: জিৎ সরকার

    গাড়িটা যখন বড়ো গেটের সামনে এসে দাঁড়াল তখন শেষ বিকেলের সূর্য পশ্চিমাকাশে রক্তাভা ছড়িয়ে সেদিনকার মতো সন্ধ্যেকে আলিঙ্গন করার প্রস্তুতি নিচ্ছে।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    অসুর মর্দন(একাদশ পর্ব): জিৎ সরকার
    গদ্য- সাহিত্য গল্প ধারাবাহিক গল্প

    অসুর মর্দন(একাদশ পর্ব): জিৎ সরকার

      ভিড়টা মোড়ের বাঁকে অদৃশ্য হতেই শ্রী ঘরের দিকে ফিরতে উদ্যত হল, হঠাৎ নীচের দরজায় আওয়াজ উঠল। বাধ্য হয়েই অভিমুখে বদলে শ্রী নীচে এসে দরজা খুলল। দেখল ঋজু দাঁড়িয়ে, মুখে একটা হাসি খেলছে। এই হাসিটা একদিন ফিরে এসে শ্রী কিন্তু লক্ষ্য করেনি

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      ধারাবাহিক গল্প

      অসুর মর্দন(১০ম পর্ব): জিৎ সরকার

        এতক্ষণে তমাল মুখের কঠিন রেখাগুলো অনেকটা সহজ হয়ে এসেছে, সে মৃদু হেসে বলে, “দ্যাখ পারব কি পারব না সেটা তো এখনি বলা যাচ্ছে না, তবে হ্যাঁ, একটা চেষ্টা করে দেখাই যাক, পরেরটা না-হয় পরেই বুঝে‌ নেব।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন