পাখিদের কথা: অদ্রিজা মুখার্জী
অনেকদিন আগে একটা গাছ ছিল। সেই গাছে কয়েকটা পাখি বসেছিল। একদিন অনেক দূর থেকে একটা টিয়া পাখি এসে বসল ওই গাছটায়। অন্য পাখিরা টিয়া পাখিটাকে জিজ্ঞাসা করল, “তুমি কোথায় থেকে আসছ?”
টিয়া পাখিটা বলল, “আমি যেখানে থাকতাম, সেখানকার লোকগুলো আমাকে তাড়িয়ে দিয়েছে।”
টিয়া পাখিটার কথা শুনে অন্য পাখিদের খুব কষ্ট হল। আসলে টিয়া পাখিটা যে ওদের বন্ধু ছিল!

তারপর অন্য পাখিরা টিয়া পাখিটাকে আদর ও ভালোবাসা দিতে থাকল। বন থেকে এনে দিল অনেক ফল। এরপর সকল পাখিরা একজায়গায় জড়ো হল; তারা একটা মিটিং ডাকল। সেখানে ঠিক হল ওই লোকগুলোকে তারা শাস্তি দেবে। এরপর টিয়া পাখিটা তার বন্ধু পাখিদের নিয়ে গেল ও আগে যেখানে থাকত সেখানে।
এবার ওরা যা ভেবেছিল তাই করল। বন্ধু পাখিরা লুকিয়ে থাকল গাছের আড়ালে। এরপর টিয়া পাখিটা একটা মিষ্টি আওয়াজ করল। আওয়াজ শুনে লোকগুলি বলল, “চল, আবার ওই পাখিটা এসেছে, আবার ওকে মারি চল।”
এই কথা শুনে বাকি পাখিদের খুব রাগ হল। তখন তারা একসঙ্গে উড়ে গিয়ে ওই লোকগুলির মাথায় জোরে জোরে ঠোকরাতে লাগল। লোকগুলির মাথা ফেটে গিয়ে রক্ত পড়তে লাগল। তারা খুব ভয় পেয়ে গেল। কিছু লোক ছুটে পালিয়ে গেল। আর কোনোদিন লোকগুলি পাখিদের কষ্ট দিল না।
খুব সুন্দর হয়েছে।
বারবার পড়তে ইচ্ছা হচ্ছে।