Recent Post

পাখিদের কথা: অদ্রিজা মুখার্জী

পাখিদের কথা: অদ্রিজা মুখার্জী

অনেকদিন আগে একটা গাছ ছিল। সেই গাছে কয়েকটা পাখি বসেছিল। একদিন অনেক দূর থেকে একটা টিয়া পাখি এসে বসল ওই গাছটায়। অন্য পাখিরা টিয়া পাখিটাকে জিজ্ঞাসা করল, “তুমি কোথায় থেকে আসছ?”

টিয়া পাখিটা বলল, “আমি যেখানে থাকতাম, সেখানকার লোকগুলো আমাকে তাড়িয়ে দিয়েছে।”

টিয়া পাখিটার কথা শুনে অন্য পাখিদের খুব কষ্ট হল। আসলে টিয়া পাখিটা যে ওদের বন্ধু ছিল!

তারপর অন্য পাখিরা টিয়া পাখিটাকে আদর ও ভালোবাসা দিতে থাকল। বন থেকে এনে দিল অনেক ফল। এরপর সকল পাখিরা একজায়গায় জড়ো হল; তারা একটা মিটিং ডাকল। সেখানে ঠিক হল ওই লোকগুলোকে তারা শাস্তি দেবে। এরপর টিয়া পাখিটা তার বন্ধু পাখিদের নিয়ে গেল ও আগে যেখানে থাকত সেখানে।

এবার ওরা যা ভেবেছিল তাই করল। বন্ধু পাখিরা লুকিয়ে থাকল গাছের আড়ালে। এরপর টিয়া পাখিটা একটা মিষ্টি আওয়াজ করল। আওয়াজ শুনে লোকগুলি বলল, “চল, আবার ওই পাখিটা এসেছে, আবার ওকে মারি চল।”

এই কথা শুনে বাকি পাখিদের খুব রাগ হল। তখন তারা একসঙ্গে উড়ে গিয়ে ওই লোকগুলির মাথায় জোরে জোরে ঠোকরাতে লাগল। লোকগুলির মাথা ফেটে গিয়ে রক্ত পড়তে লাগল। তারা খুব ভয় পেয়ে গেল। কিছু লোক ছুটে পালিয়ে গেল। আর কোনোদিন লোকগুলি পাখিদের কষ্ট দিল না।

Author

  • অদ্রিজা মুখোপাধ্যায়

    ২০১৫ সালে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কানাইডাঙা গ্রামে তাঁর মামার বাড়িতে জন্মগ্রহণ করেন অদ্রিজা। এরপর বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের বাড়িতে তাঁর শৈশব জীবন শুরু হয়। গ্রামের মেঠো সোনারোদ মেখে প্রকৃতি থেকে সহজপাঠের ক্লাস শুরু সেখানেই। বর্তমানে বোলপুরে প্রাতিষ্ঠানিক শিক্ষারম্ভ হয়েছে তাঁর। এই প্রজন্মের আর পাঁচটা শিশুর মতোই গল্প পড়ার থেকে গল্পের ভিডিওতেই বেশি মগ্ন অদ্রিজা; আর সেটাই তাঁর গল্পের রসদ বলা যেতে পারে। পড়াশোনার পাশাপাশি ভালোবাসেন ছবি আঁকতে। নৃত্যেও বিশেষ আগ্রহ আছে তাঁর। তাঁর মুখে মুখে তৈরি 'গান-ছড়া' বড়োদেরও ভালোলাগে। নবতরু ই-পত্রিকায় গল্প লিখে নিজেও বেশ খুশি শিশু অদ্রিজা।

2 thoughts on “পাখিদের কথা: অদ্রিজা মুখার্জী

  1. খুব সুন্দর হয়েছে।
    বারবার পড়তে ইচ্ছা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Nabataru-e-Patrika-July-2022-16.jpg July 1, 2022
অণু গল্প

ভালোবাসা: বসন্ত ঘোষ

    আমি তিনবার জেনেছি। এক, মায়ের কোলে। দুই, পরীক্ষায় প্রথম পাশ করে;আর তি

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    অণু গল্প

    পারিজাতের গল্প: নবজ্যোতি দাস

      রাস্তার পাশে বাঁ দিকের চায়ের দোকানে চা খেয়ে, বাঁ পকেট থেকে মিডিয়াম স্ট্যান্ডার্ডের গোল্ড ফ্লেকের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো, লাঞ্চব্রেক, রিং হল না।

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      Nabataru-e-Patrika-June-2022-13.jpg
      অণু গল্প

      জবাব: নির্মল কুমার দে

        শখ করে বন্ধু রজতের মোটরসাইকেলটি একবার চালিয়েছিল সঞ্জয়। আর গাড়িটা একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে উলটে গিয়েছিল রাস্তায়।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন