Recent Post

পরিশ্রম: পিনাকী সরকার

পরিশ্রম: পিনাকী সরকার

“পারিব না এ-কথাটি বলিও না আর

কেন পারিবে না তাহা ভাবো একবার,

পাঁচজনে পারে যাহা,

তুমিও পারিবে তাহা,

পার কি না-পারো কর যতন আবার

একবারে না-পারিলে দেখো শতবার ” 

   —কালীপ্রসন্ন ঘোষ

সৃষ্টিকর্তার সবথেকে শ্রেষ্ঠ জীব হল মানুষ। আর সেই মানুষের কাছেই আছে সফল হওয়ার উপায় যা অন্য কারোর কাছে নেই। তবে পৃথিবীতে কেউ সাফল্যের চামচ নিয়ে জন্মগ্রহণ করে না। তা কঠোর পরিশ্রমের মাধ্যমে সব কিছু অর্জন করতে হয়।

সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকেই কোনও না-কোনও প্রতিভা দিয়ে সৃষ্টি করেন যা তার অন্তরে সুপ্ত অবস্থায় নিহিত থাকে। সেই সুপ্ত প্রতিভাকে কঠোর পরিশ্রম ও চিন্তাধারার মধ্য দিয়ে বিকাশ ঘটাতে হয়।

প্রবাদে আছে, “পরিশ্রম সাফল্যের চাবিকাঠি।” তাই পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব যা একজন অলস মানুষের কাছে অলৌকিক বলে মনে হয়। মানুষ যদি তার লক্ষ্যে অবিচল থাকে এবং সেই অনুযায়ী কাজ করে তবে সে একদিন সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবে। কিন্তু মানুষের কোনও কাজে একবারে সফলতা লাভ নাও হতে পারে। দীর্ঘদিনের পরিশ্রম, চেষ্টা এবং অনুশীলনের ফলেই ধরা দেয় সাফল্য। তাই কোনও কাজে ব্যর্থ হলে তাতে হতাশা বা ডিপ্রেশনে না-ভুগে সেই কাজে কঠোর মনোনিবেশ করলে সফল হওয়া অবশ্যই সম্ভব।

একজন ছাত্র কঠোর অধ্যয়নের মাধ্যমে সে ভালো ফল করতে পারে, একজন কৃষক রোদ বৃষ্টিতে ভিজে পরিশ্রম করলে তবেই হাসিমুখে ফসল ঘরে তুলতে পারে।

পরিশ্রম Nabataru-e-potrika
পরিশ্রম Nabataru-e-potrika

কিছু মানুষ বিশ্বাস করে, ভাগ্যের দ্বারা অসাধ্য কাজ সাধন করা যায়। কিন্তু পৃথিবীতে যারা কীর্তিমান তারা সকলেই পরিশ্রমকে গুরুত্ব দিয়েছেন বেশি।

পৃথিবীর ইতিহাসে যুগে যুগে, কালে কালে যারা স্মরণীয়-বরণীয় হয়েছেন প্রকৃতপক্ষে তাদের সাফল্যের পিছনে লুকিয়ে আছে কঠোর পরিশ্রম ও অধ্যয়ন। বিশ্বের যা কিছু আবিষ্কার হয়েছে সবকিছুই পরিশ্রমের ফল। সেই কারণেই বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন বলেছেন, “সাফল্যের মাত্র দুই শতাংশ হল প্রতিভা আর বাকি আটানব্বই শতাংশ হল পরিশ্রম।”  যখনই তুমি পরিশ্রম করবে তখন ভাগ্য তোমার সহায় হবে।

স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস পরপর ছয় বার যুদ্ধে হেরেও প্রবল পরিশ্রম ও ইচ্ছাশক্তির বলে সপ্তমবার জয়লাভ করেন। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর প্রথম জীবনে রাজ্য থেকে বিতাড়িত হয়েও পরবর্তীকালে সমগ্র ভারতবর্ষের সম্রাট হতে পেরেছিলেন নিজের চেষ্টা ও পরিশ্রমের ফলে। বর্তমান সময়ের বিখ্যাত ফুটবলার লিওনেল মেসি একসময় নিজের ফুটবলের ট্রেনিং-এর খরচ জোগাতে চায়ের দোকানে কাজ করতেন কিন্তু সময়ের ব্যবধানে পরিশ্রমের ফলে আজ তিনি বিশ্ববিখ্যাত হতে পেরেছেন; সুতরাং পরিশ্রমই হল সকল সফলতার মূল চাবিকাঠি।

সবশেষে বলি— আমরা ছোটবেলায় হাঁটতে শেখার আগে অনেকবার হোঁচট খেয়েছি বা অনেকবার পড়ে গেলেও আমরা কিন্তু অবশেষে হাঁটতে শিখেছি। তাই সফলতার পথে অনেক বাধা আসবে তবে সবকিছু উপেক্ষা করে যদি পরিশ্রমের মাধ্যমে আমরা চেষ্টা করতে থাকি তাহলে দেরিতে আসলেও সফলতা ঠিকই আসবে। তাই জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা আগে কখনও পাওনি তাহলে তার জন্য তোমাকে এমন কিছু করতে হবে যেটা আগে তুমি কখনও করনি।

Author

  • পিনাকী সরকার

    লেখক পিনাকী সরকার ২০০১ সালে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের লবঙ্গ গ্রামে জন্মগ্রহণ করেন। এরপর শিবহাটী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে বর্তমানে টাকী মহাবিদ্যালয়ে বাংলা সাহিত্যে পাঠরত। তিনি বলেন, "আমার লেখার মধ্যে দিয়ে আমি মানুষকে সফলতার অনুপ্রেরণা জোগান দিতে চাই। এবং মানুষকে সাহায্য করতে চাই।" তিনি ২০১৯ সাল থেকে লেখালেখি শুরু করেন এবং লিখতেও খুব ভালোবাসেন। আমার লেখা কয়েকটি প্রবন্ধ হল 'আত্মহত্যা কখনও সমাধান করে না", 'জীবনের পরীক্ষা'। বর্তমানে জনপ্রিয় মাসিক অনলাইন পত্রিকা 'নবতরু ই-পত্রিকা'য় তাঁর লেখা প্রকাশিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আয়নাবন্দি: জিৎ সরকার (১/১২ পর্ব)
গদ্য- সাহিত্য গল্প ধারাবাহিক গল্প

আয়নাবন্দি: জিৎ সরকার

    গাড়িটা যখন বড়ো গেটের সামনে এসে দাঁড়াল তখন শেষ বিকেলের সূর্য পশ্চিমাকাশে রক্তাভা ছড়িয়ে সেদিনকার মতো সন্ধ্যেকে আলিঙ্গন করার প্রস্তুতি নিচ্ছে।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    শৈশবের গরমকাল: ঈশিতা পাল
    গদ্য- সাহিত্য স্মৃতিকথা

    শৈশবের গরমকাল: ঈশিতা পাল

      আমার শৈশব ভাড়াবাড়িতে। তাই গরমের ছুটিতে কাকু, জেঠুদের বাড়ি টানা একমাস ছুটি কাটাতে যেতাম। মামাবাড়িও যেতাম। ছেলেবেলার গরমকাল জুড়ে বেশ কিছু মজার স্মৃতি আছে

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      চাদিফাঁটা আমার সেকাল: বন্দে বন্দিশ
      গদ্য- সাহিত্য স্মৃতিকথা

      চাঁদিফাটা আমার সেকাল: বন্দে বন্দিশ

        মনে পড়ে যায় ছেলেবেলার সেইসব দিন, প্রচন্ড গরম থেকে স্বস্থির আরাম

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন