Recent Post

পরাজিত সময়: শ্বেতা বন্দ্যোপাধ্যায়

পরাজিত সময়: শ্বেতা বন্দ্যোপাধ্যায়

পরাজিত সময়: শ্বেতা বন্দ্যোপাধ্যায়

আজকে যাকে সম্মানে সাজাই,
হয়তো আবার কালকে দিই গালি। 
পৃথক আকাশ কী করে ভাবি!
পৃথিবীর ছাদ সবারই একফালি। 

পাশাপাশি দুই ছাদে দুইজন... 
সবাই জানি সেটাই আমার বাড়ি।
তুমি তোমার যোগ্যতা বোঝাতে—
করছ তোমার ক্ষমতা জাড়ি! 

তুমি হয়ে উড়ন্ত কালবেলা... 
আস্তে আস্তে আলগা কর মাটি।
বুকের ভিতর জমছে গোধূলি, 
গড়ছে তারা দুর্জয় ঘাঁটি। 

একদিন যখন প্রকাশ হবে তার,
ভাঙবে তোমার সুখের শীশমহল, 
শর্তে ভাঙা ক্ষণিক সময়গুলো 
প্রয়োজনে ওগরাবে গরল।

হাত ছাড়তে কতক্ষণ সময়! 
বন্ধু বেশে পিছনেই বিপদ।
সুখের বেশে ভন্ড সন্ন্যাসী, 
তারই তো বিষাক্ত শ্বাপদ। 

মানুষ হয়েও বিপদ কিনে আনো,
আকাশ জুড়ে ভাঙছ বরাভয়। 
ভাবছ তুমি জয়ী হলে আজ,
আসলে এটাই তো পরাজয়...।

Author

  • শ্বেতা বন্দ্যোপাধ্যায়:

    কবি শ্বেতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৬৬ সালে। গৃহবধূ শ্রীমতী বন্দ্যোপাধ্যায় সাংসারিক ব্যস্ততার ফাঁকে ভালোবাসেন কবিতা লিখতে। সংগীত চর্চা ও নৃত্যেও বিশেষ আগ্রহ আছে তাঁর। তাঁর লেখা দুটি কবিতা সংকলন ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি নবতরু ই-পত্রিকায় লেখালেখি করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন