
পরাগ: মহাজিস মণ্ডল
দিগন্তবিসারী আকাশের ওপারে জোছনার খেলা অথবা নক্ষত্রদের অন্তরঙ্গ আলাপচারিতা বড় মুগ্ধ করে আমায়। দু'চোখে স্বপ্নের নৌকা ভাসে সুদূর তেপান্তরের গহীনে অবিরত অবিরাম নিজস্ব অবয়ব অনন্ত জীবনের পরাগ ছড়ায়।
দিগন্তবিসারী আকাশের ওপারে জোছনার খেলা অথবা নক্ষত্রদের অন্তরঙ্গ আলাপচারিতা বড় মুগ্ধ করে আমায়। দু'চোখে স্বপ্নের নৌকা ভাসে সুদূর তেপান্তরের গহীনে অবিরত অবিরাম নিজস্ব অবয়ব অনন্ত জীবনের পরাগ ছড়ায়।
থমকে দাঁড়িয়ে আছি
ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে
গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!
স্বার্থের খেলায় অন্ধ সুজন,
হারিয়েছে আজ সব প্রয়োজন।
সময় স্রোতে ভাসে মৃত মন,
জোছনায় আলো,আমাবস্যায় রাত
জীবন ভাসে মহাশূন্যের পার।