কবি ও লেখক বিকাশ চক্রবর্তী ১৯৭৪ সালে বীরভূম জেলার মহঃ বাজার থানার প্যাটেল নগরে জন্মগ্রহণ করেন। বাল্যকাল কেটেছে গ্রামের বাড়ি অর্থাৎ পারুই থানার অন্তর্গত বনশঙ্কা গ্রামে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয় এবং পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ে পাঠ গ্রহণের পর লাভপুরের শম্ভুনাথ কলেজ ও পরবর্তীতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা লাভ করেন। অর্থনীতিতে সাম্মানিক বিভাগে স্নাতক এবং বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ লেখক বিকাশ চক্রবর্তী বর্তমানে শিক্ষকতার পেশায় যুক্ত আছেন। শখ— ভ্রমণ এবং অনুষ্ঠান সঞ্চালনা৷ অনেক ছোট থেকেই কবিতা লেখালেখি করার অভ্যাস ছিল তাঁর। শিশু বয়স থেকেই শুরু হয় সঙ্গীত চর্চার পাঠ। শুরু করেছিলেন বিশ্বভারতী থেকে সেতার বাদনে তালিম নেওয়া। বর্তমানে তিনি সিউড়ির বাসিন্দা, যুক্ত আছেন বিভিন্ন সাংস্কৃতিক কাজকর্মে সঙ্গে। শুকতারা, চাঁদমামা, দেশ প্রভৃতি বাণিজ্যিক পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর একাধিক লেখা। বর্তমানে ৩০টিরও বেশি পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন তিনি। ভারতবর্ষ ছাড়াও বাংলাদেশ, সৌদি আরব, ফ্রান্স, আমেরিকা প্রভৃতি দেশের বিভিন্ন পত্রিকায় সেগুলি প্রকাশিত হচ্ছে। এছাড়া সংগীত বিষয়েও বিশেষ পারদর্শিতা আছে তাঁর।
প্রকাশিত গ্রন্থ— 'রাতের রজনীগন্ধা'(১৯৯৭)।