Recent Post

পবিত্র দিন: বিকাশ চক্রবর্তী

পবিত্র দিন: বিকাশ চক্রবর্তী

পবিত্র দিন: বিকাশ চক্রবর্তী

পবিত্র দিন পনেরো আগস্ট

স্বাধীন হবার দিন

সময় হয়েছে মাতৃভূমির

মিটিয়ে দেবার-ঋণ৷

স্বাধীনতা মনে দায়িত্ববোধ

স্বাধীনতা মানে ভক্তি,

স্বাধীনতা মানে কর্তব্য—

নয় কভু পেশি-শক্তি।

শত শহীদের প্রাণ দান তরে

পেয়েছি স্বাধীন দেশ,

রক্ষা করায় দায়িত্ব আজ

নয় শুধু, নব-বেশ।

অর্থবহ ওই তেরঙ্গা ঝাণ্ডা

চলতেই হবে মেনে,

প্রগতির চাকা তবেই ঘুরবে

আজ রাখ সবে জেনে।

পতাকার তলে শপথ আজকে

দেশকে রাখব ভালো,

দশের তরেই কাজ করে যাব

জ্বালব জ্ঞানের আলো৷৷

Author

  • বিকাশ চক্রবর্তী

    কবি ও লেখক বিকাশ চক্রবর্তী ১৯৭৪ সালে বীরভূম জেলার মহঃ বাজার থানার প্যাটেল নগরে জন্মগ্রহণ করেন। বাল্যকাল কেটেছে গ্রামের বাড়ি অর্থাৎ পারুই থানার অন্তর্গত বনশঙ্কা গ্রামে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয় এবং পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ে পাঠ গ্রহণের পর লাভপুরের শম্ভুনাথ কলেজ ও পরবর্তীতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা লাভ করেন। অর্থনীতিতে সাম্মানিক বিভাগে স্নাতক এবং বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ লেখক বিকাশ চক্রবর্তী বর্তমানে শিক্ষকতার পেশায় যুক্ত আছেন। শখ— ভ্রমণ এবং অনুষ্ঠান সঞ্চালনা৷ অনেক ছোট থেকেই কবিতা লেখালেখি করার অভ্যাস ছিল তাঁর। শিশু বয়স থেকেই শুরু হয় সঙ্গীত চর্চার পাঠ। শুরু করেছিলেন বিশ্বভারতী থেকে সেতার বাদনে তালিম নেওয়া। বর্তমানে তিনি সিউড়ির বাসিন্দা, যুক্ত আছেন বিভিন্ন সাংস্কৃতিক কাজকর্মে সঙ্গে। শুকতারা, চাঁদমামা, দেশ প্রভৃতি বাণিজ্যিক পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর একাধিক লেখা। বর্তমানে ৩০টিরও বেশি পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন তিনি। ভারতবর্ষ ছাড়াও বাংলাদেশ, সৌদি আরব, ফ্রান্স, আমেরিকা প্রভৃতি দেশের বিভিন্ন পত্রিকায় সেগুলি প্রকাশিত হচ্ছে। এছাড়া সংগীত বিষয়েও বিশেষ পারদর্শিতা আছে তাঁর। প্রকাশিত গ্রন্থ— 'রাতের রজনীগন্ধা'(১৯৯৭)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন