
পথ: সরোজ চট্টোপাধ্যায়
এ পথে ঈশ্বরও পা রাখেন না। এ পথ বিষাক্ত মানুষের। দৈত্য, অসুর ভয়ে মরে মানুষ যদি ঘাড়ে চড়ে, রক্ষা থাকবে না!
এ পথে ঈশ্বরও পা রাখেন না। এ পথ বিষাক্ত মানুষের। দৈত্য, অসুর ভয়ে মরে মানুষ যদি ঘাড়ে চড়ে, রক্ষা থাকবে না!
থমকে দাঁড়িয়ে আছি
ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে
গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!
স্বার্থের খেলায় অন্ধ সুজন,
হারিয়েছে আজ সব প্রয়োজন।
সময় স্রোতে ভাসে মৃত মন,