
পঞ্চ-গ্রাম
কৃষ্ণ ফিরে গেলে ব্যর্থ কামে যুধিষ্ঠির বঞ্চিত পঞ্চ গ্রামে দুর্যোধনের দুর্ভোগ কপালে দোষ দেবে তাকে তাই বলে মুম্বাই দিল্লি কোলকাতা চেন্নাই ব্যাঙ্গালোরের দাবি দুর্যোধনের দুশ্চিন্তা দুচোখে অস্পষ্ট ছবি পঞ্চ গ্রাম দিলে আর কী থাকে তার জন্যে মরবে সে কেন? যুধিষ্ঠির বরং ঝুলুক শূন্যে যুদ্ধ...এবার তবে তুমুল যুদ্ধ কৃষ্ণের মজা—মরুক দেশসুদ্ধ।
One thought on “পঞ্চ গ্রাম: চাঁদ রায়”