Recent Post

নৈতিকতা ও বর্তমান পরিস্থিতি: ড. মাধব ঘোষ

নৈতিকতা ও বর্তমান পরিস্থিতি: ড. মাধব ঘোষ

নৈতিকতা হল মানবিক আর্দশবলীর একটি প্রণালী; যা একটি সুখী জীবনলাভে আমাদের আচরণের নির্ধারক হয়। নৈতিকতা নিয়ে আমরা একটি সৎ জীবন-যাপন করি। আমাদের পারিপার্শ্বিক মানুষদের সঙ্গে বন্ধুত্ব ও আস্থা অর্জনে তা আমাদের পরিচালিত করে। নৈতিকতা হল সঠিক, সত্য, ভালো ও মানবতা, এককথায় ধর্ম। Morality is Man’s special privilege, ‘Self-Sacrifice’ is the first and most important condition of social morality. 

আমাদের জীবনের প্রকৃত ও পরম উদ্দেশ্য হল মোক্ষ লাভ করা অর্থাৎ মুক্তি। ভারতীয় দর্শন অনুযায়ী, মোক্ষ লাভ করা সম্ভব Meditation অথবা সাধনা অর্থাৎ নৈতিকতার দ্বারা।

বর্তমান এই COVID-19 এর মহামারি পরিস্থিতিতে বেশীরভাগ মানুষের মধ্যে এত হিংস্রতা, ঘৃণা, ভেদাভেদ, মিথ্যা কথা বলার, জীব হত্যা করার, ও চুরি করার প্রবণতা, এবং বিভিন্ন উপায়ে নেশাগ্রস্থ থাকার ইচ্ছেই হল এককথায় মানুষের মধ্যে মানবিকতার ও ভালোবাসার অভাব। এই দূর্নীতিপরায়ণ পরিস্থিতি ভারতবর্ষ তথা সমস্ত বিশ্বে দিন দিন বাড়ছে। এর শুরু অনেক পূর্বে— যখন থেকে সমাজে বর্ণ ও কর্মের দিক দিয়ে বৈষম্য ও ভেদাভেদের শুরু, এখন তা অন্তিম পর্যায়ের দিকে প্রকট হয়ে দাঁড়িয়েছে। একটা গোষ্ঠী অথবা মানুষ অন্য গোষ্ঠী অথবা মানুষকে শোষণ-পীড়ন, ও পদদলিত করছে বিভিন্ন দিক দিয়ে।

নবতরু-ই-পত্রিকা

Human Action- এর দুটি অংশ, একটি বহিরাগত ও অন্যটি অভ্যন্তরীণ(অভিপ্রায় ও মতলব)। বর্তমানে মানুষের মধ্যে এই দুটির মধ্যে কোনও সংযোগ নেই। ভেতরে একটি অভিপ্রায় বা মতলব এবং বাইরে ঠিক তার বিপরীত, আসল উদ্দেশ্য তাঁর অভ্যন্তরীণ মতলবের সাধন। 

আমরা শুধু আমাদের সুখ, শান্তি, ক্ষমতা, অর্থ উপার্জন করার জন্য সর্বদা চেষ্টা করছি, ফলস্বরূপ জ্ঞানত বা অজ্ঞানত অন্যের ক্ষতি সাধন, ক্রোধী, স্বার্থপর, অমানবিক ও অনমনীয় হয়ে যাচ্ছি। সেইজন্য স্বামী বিবেকানন্দ বলেছেন, “সকল মানুষকে ‘প্রকৃত মানুষ’ হবার জন্য শিক্ষা দিতে হবে।”

বেশীরভাগ মানুষ মনে করেন, আমাদের প্রচুর ধনসম্পত্তি ও ক্ষমতা থাকলেই জীবন সফল, কিন্তু আমরা সেসব পেলেও সন্তষ্ট হই না এবং আরও বেশি পাবার চেষ্টা করি ও প্রাপ্ত জিনিসগুলি হারিয়ে যাবার ভয়ে সবসময় আতঙ্কে থাকি। 

‘মানুষটি ভালো নয়’ এই কথাটি আমার গোচরে বা অগোচরে কেউ যখন বলবে— তা হবে সফল জীবন? অন্যদিকে, আমি যদি সমাজের সকলের সাথে বন্ধুত্ব স্থাপন করে ও ভালোবাসা দিয়ে তাদেরকে সুখী করতে পারি এবং মানুষ বলবে ‘মানুষটি সবার কথা ভাবে ও ভালোবাসে’- তা হবে সফল জীবন? উত্তর—অবশ্যই পরেরটি।

Love your neighbors as yourselves. অদ্বৈত বেদান্ত বিশ্বাস করে, All men are essentials one, because the same ‘Atman’ lies in all of them. নৈতিকতা শেখায় নিজেকে ভালোবাসলে অন্যকে ভালোবাসা যায়। যেমন গৌতম বুদ্ধ, শ্রীচৈতন্যদেব, রাজা রামমোহন রায় ও রবীন্দ্রনাথ ঠাকুর ভেবেছিলেন। এনারা কেউ ধনসম্পত্তি, ক্ষমতা ও হিংসাকে বেছে নেননি, নিয়েছিলেন উদারতা, ভালোবাসা, অহিংসা—এককথায় নৈতিকতা বা ধর্মকে।

পরিশেষে বলা যেতে পারে, যদি আমরা আমাদের ধর্ম ও মানবিকতা নিয়ে নিজ নিজ দায়িত্বগুলি সঠিকভাবে পালন করি, তবে আমরা নৈতিকবান হব এবং শান্তি, ভ্রাতৃত্ববোধ, ও দূর্নীতিমুক্ত সমাজ সৃষ্টি করতে সক্ষম হব।

Author

  • ড. মাধব ঘোষ

    নবতরু ই-পত্রিকায় গবেষণামূলক লেখালেখির বিষয়ে যাঁরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তাঁদের মধ্যে ড. মাধব ঘোষ অবশ্যই একজন। ১৯৮৫ সালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে জন্মগ্রহণ করেন তিনি। বিদ্যালয় জীবন শুরু হয় স্থানীয় কাদিহাট বেলবাড়ি প্রাথমিক বিদ্যালয় থেকে। এরপর কাদিহাট বেলবাড়ি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন ও পরবর্তীতে ইতিহাস বিষয়ে গঙ্গারামপুর কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেন বিএড। উওরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে, সিকিম বিশ্ববিদ্যালয়(কেন্দ্রীয়) থেকে শিক্ষাবিজ্ঞানে (এমএড) ও ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে ও শিক্ষাবিজ্ঞানে স্নাতকোওর এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্বশাসিত কলেজ রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির, বেলুর মঠ থেকে ডক্টরেট সম্পূর্ণ করেন। বর্তমানে তিনি রামমোহন কলেজে শিক্ষাবিজ্ঞান বিভাগে অধ্যাপনার সঙ্গে যুক্ত আছেন। অধ্যাপক ড. ঘোষ পেশাগত ব্যস্ততার বাইরে ভালোবাসেন ভ্রমণ করতে ও অজানাকে জানতে। একজন গবেষক হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন খ্যাতিসম্পন্ন জার্নাল থেকে একাধিক গবেষণামূলক শিক্ষাবিজ্ঞান ও মনোবিজ্ঞান বিষয়ক প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণামূলক নিবন্ধ পাঠে অংশগ্রহণ করেছেন দেশ-বিদেশের ৩০-এরও বেশি সেমিনারে। ড. ঘোষ ২০১৯ সালে ইংল্যান্ডের লন্ডনে একটি আন্তর্জাতিক স্তরের গবেষণামূলক সম্মেলনে অংশগ্রহন করেন। লেখকের প্রকাশিত গ্রন্থগুলি হল—ভ্যালু এডুকেশন(২০১৫), অ্যাপ্রোচেজ় টু টিচিং অ্যান্ড লার্নিং (২০১৬)।

3 thoughts on “নৈতিকতা ও বর্তমান পরিস্থিতি: ড. মাধব ঘোষ

  1. সুপ্রিয় মাধব,

    বর্তমান পরিস্থিতি নিয়ে লেখা তোমার প্রবন্ধটি পড়লাম। খুব ভালো লিখেছো। আশা রাখি আরও অনেক কিছু লিখবে সে যোগ্যতা তোমার আছে। আমার গর্ব হচ্ছে এই ভেবে যে আমরা দুজনে এক সময় একসাথে একই স্কুলে যাতায়াত করেছি। যদিও সে শিক্ষা প্রতিষ্ঠান তোমার কাছে খুব অল্প সময়ের জন্য ছিল। সেই যাতায়াতের কত স্মৃতি এখনও মনে পড়ে। তোমার মনে আছে কি, একদিন স্কুল থেকে সবাই বৃষ্টি ভেজা আল রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে পা পিছলে তোমার পড়ে যাওয়ার কথা। এখন তুমি নিজের পরিশ্রম এবং যোগ্যতা বলে অনেক বড়ো জায়গায় পৌঁছে গেছো। তোমার গবেষণা বিষয়ক কাজে তুমি এক সময় ইংল্যান্ড গিয়েছিলে তা ফেসবুক মারফত অবগত হয়েছি। কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তোমার সাফল্যের কথা জানা ছিল না। এটা জেনে ও ভীষণ গর্বিত হলাম। জীবনে আরও অনেক সাফল্য অর্জন করো এই কামনা করি। শুধু এই টুকু আবদার যেন আমাদের ভুলে না যাও। কারণ খুব স্বল্প সময়ের জন্য হলেও তোমার সহকর্মী ছিলাম এই ভেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।

  2. খুব ভাল প্রয়াস। নবতরু পত্রিকার মাধ্যমে বহু অঙ্কুরিত ভ্রূণ বৃক্ষে রূপান্তরিত হবে বলে আমার বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

প্রবন্ধ / নিবন্ধ

মোবাইল বনাম দাম্পত্যের লড়াই: ত্রয়ী

    রিমি কতদিন ধরে অপেক্ষা করে আছে তার স্বপ্নের রাজপুত্রের সাথে আচেনা আজানা সেই স্বপ্নের রাজ্যে ভ্রমণ করার জন্য।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    নবতরু-ই-পত্রিকা 2021
    ছোটো গল্প অক্টোবর ২০২১,পূজা সংখ্যা

    উৎপীড়িত পতি পরিষদ: সুব্রত মজুমদার

      কোমরে হাত দিয়ে যন্ত্রনায় মুখটা বিকৃত করে ওঠে। ঘুমের ঘোর কাটতেই ব্যাথাটা মালুম হচ্ছে। এ প্লেয়ারের সাথে তো আর কমদিন খেলছেন না প্রশান্ত, পনেরো বছর। আর এই পনেরো বছরে পুরুষসিংহ পরিণত হয়েছে খাঁচায় পোষা ম্যাওপুষিতে। নসিব আপনা আপনা। সেই যে বাতিল মাল রংচং করে গছিয়ে দিল…..। 

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      কবিতা / ছড়া অক্টোবর ২০২১,পূজা সংখ্যা

      লেখালেখি: খাইরুল আনাম

        অল্প হলেও লিখি,
        লিখতে লিখতে শিখি।
        লিখবো বলে পড়ি,
        লেখার মেজাজ গড়ি।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন