তোমার হাতছানি আমায় আহ্বান
করে,
নীল সমুদ্রের আছড়ে পরা ঢেউ বলে
এস..... এস.....
আসবে না! রত্নের সন্ধানে!
নীল সমুদ্রের অতল গহ্বরে গেছি
বার বার,
ফিরিয়ে দিয়েছো,
আনতে পারিনি একটুও মনিমুক্ত
এনেছি এক স্বপ্ন,
দেখেছি আর এক পৃথিবী,
পরিপূর্ণ আনন্দে ভরা সৌম্য জীবন
শাশ্বত রহস্যে ভরা গহন গভীর
জীবন মন্দাকিনী,
এক
অপূর্ব রাত্রির নিস্তব্ধতায় কর্মব্যস্ত
স্পন্দন,
ভোরের আলোর মত কিচিরমিচির
সংলাপ,
স্বচ্ছনীল সমুদ্রের অপূর্ব সৌন্দর্য্
কোরাল, প্রবাল,
আরও রহস্যময় হয়ে ওঠা সাগর রত্ন
বর্নিল,
হে সমুদ্র
আরও প্রসারিত কর তোমার
আহ্বান।
মুক্তোর সন্ধানে আমি কখনও আর
সমুদ্রে যাব না,
আমি যাব গভীরে স্বপ্ননীল সাগরে
নিয়ে আসব অলীক সন্ধান ।।
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।
নীলের অতলে ডুবে গেছে কবিমন,
তাইতো মুক্তা ঝড়ছে দুই কপোলে,
আজও সন্ধ্যায় ঝড় ওঠে ক্ষণেক্ষণ,
বিষন্ন মন খেয়ালের পাল তোলে।
সত্যি অসাধারণ।