
নিঃশব্দ হাঁটা: অরুণ কুমার দাঁ
মনের কথা শোনার মতো, কেউ নেই— ব্যস্ত সময়ের আবর্তে পরিভ্রমণ। পার্কের বেঞ্চিতে সঙ্গী নীরবতা পাতা খ'সার শব্দ নিস্তব্ধ পরিমণ্ডল— যুগান্তরের কৃষ্ণগহ্বর। ধূমায়িত শিখা বুকের মাঝে আমাজন-পোড়া গন্ধ ভাসে— কে যেন নিঃশব্দে হেঁটে আসে।
মনের কথা শোনার মতো, কেউ নেই— ব্যস্ত সময়ের আবর্তে পরিভ্রমণ। পার্কের বেঞ্চিতে সঙ্গী নীরবতা পাতা খ'সার শব্দ নিস্তব্ধ পরিমণ্ডল— যুগান্তরের কৃষ্ণগহ্বর। ধূমায়িত শিখা বুকের মাঝে আমাজন-পোড়া গন্ধ ভাসে— কে যেন নিঃশব্দে হেঁটে আসে।
থমকে দাঁড়িয়ে আছি
ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে
গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!
স্বার্থের খেলায় অন্ধ সুজন,
হারিয়েছে আজ সব প্রয়োজন।
সময় স্রোতে ভাসে মৃত মন,