Recent Post

নববন্ধুত্ব: প্রিয়া গোপ

নববন্ধুত্ব: প্রিয়া গোপ

আমি হিন্দু, তুমি মুসলমান 
আমার গীতা, তোমার কোরান। 
আমার সুরেলা গানে
জেগে ওঠে আকাশ, বাতাস, মাটি,
তোমার গজল সোনার চেয়েও খাঁটি।

তোমার আল্লাহ, আমার ভগবান 
আমি হিন্দু, তুমি মুসলমান।
আমার মুখে ফুটে ওঠে মহামন্ত্রের গান,
তোমার মুখে শুনতে পাই পবিত্র আজান।

এসো বন্ধু,
আমরা একসাথে গাই নববন্ধুত্বের গান,
ভিন্ন ধর্মে কী এসে যায়  
আমি হিন্দু, তুমি মুসলমান।

Author

  • প্রিয়া গোপ

    লেখিকা প্রিয়া গোপ জন্মগ্রহণ করেন ২০০৩ সালে। বর্তমানে তিনি বর্ধমান মেডিকেল কলেজে নার্সিং ট্রেনিং করছেন। আবৃত্তি, ছবি আঁকা, গান, কবিতা প্রভৃতি বিষয়ে চর্চায় তাঁর আগ্রহ চোখে পড়ে। লেখা আর পড়াশোনার মধ্য দিয়েই অনেকটা সময় কাটে তাঁর।

3 thoughts on “নববন্ধুত্ব: প্রিয়া গোপ

  1. এমন যদি সবাই ভাবতে পারতো তবে এ দেশ স্বর্গ হয়ে যেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ভ্রান্তির শ্লোক: আহবাব হাসনাত লাবিব
কবিতা / ছড়া

ভ্রান্তির শ্লোক: আহবাব হাসনাত লাবিব

    ক্লান্ত হৃদয় হিমেল হাওয়া,
    প্রশান্তি আনে তর ছোঁয়া।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম
    কবিতা / ছড়া

    সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম

      বারবার আমিও ফিরে আসি
      পুরোনো সম্পর্কে গড়ি নতুন কথাঘর
      দ্রৌপদী যামিনী কন্যা আমার বুকে বাসা বাঁধে অনুক্ষণ।।

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      স্মৃতির বৈশাখে: প্রিয়াংকা রায়

        শূন্যের মাঝে মরে খুঁজে খুঁজে
        শৈশব মাখা স্মৃতিতে।
        ভাবনার মেঘে রংধনু আঁকা
        বকের পাখায় লাগে তাই
        ধুলায় গোধূলি ছুঁয়ে যায় ঠোঁট

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন