নববন্ধুত্ব: প্রিয়া গোপআমি হিন্দু, তুমি মুসলমান আমার গীতা, তোমার কোরান। আমার সুরেলা গানে জেগে ওঠে আকাশ, বাতাস, মাটি, তোমার গজল সোনার চেয়েও খাঁটি। তোমার আল্লাহ, আমার ভগবান আমি হিন্দু, তুমি মুসলমান। আমার মুখে ফুটে ওঠে মহামন্ত্রের গান, তোমার মুখে শুনতে পাই পবিত্র আজান। এসো বন্ধু, আমরা একসাথে গাই নববন্ধুত্বের গান, ভিন্ন ধর্মে কী এসে যায় আমি হিন্দু, তুমি মুসলমান। Author প্রিয়া গোপ লেখিকা প্রিয়া গোপ জন্মগ্রহণ করেন ২০০৩ সালে। বর্তমানে তিনি বর্ধমান মেডিকেল কলেজে নার্সিং ট্রেনিং করছেন। আবৃত্তি, ছবি আঁকা, গান, কবিতা প্রভৃতি বিষয়ে চর্চায় তাঁর আগ্রহ চোখে পড়ে। লেখা আর পড়াশোনার মধ্য দিয়েই অনেকটা সময় কাটে তাঁর। View all posts Share on FacebookTweetFollow us
This is my favourite .
খুব সুন্দর।
এমন যদি সবাই ভাবতে পারতো তবে এ দেশ স্বর্গ হয়ে যেত।