শুভ্র কাশ: বর্ষার বিদায় বেলায় ঘটে শরতের আগমন। সবুজ ক্ষেতের ধারে, নদীর তীরে দেখা দেয় শুভ্র কাশ। ভোরের হিমেল হাওয়ার দোলায় প্রকৃতি হয়ে ওঠে অপূর্ব সুন্দর। এইরকমই ছবি গ্রাম বাংলার পথে ঘাটে মাঠে মাঠে
ছবি -হীরক কুমার চন্দ্র ।মুহূর্ত: সরে যাওয়ার আগেই ক্যামেরা বন্দি, রাতের আলো-আঁধারি আর নীলচে পটভূমিতে টিকটিকিকে অদ্ভুত দেখাচ্ছিল।
ছবি- শান্তশ্রী দত্তপিঁপড়ের সঙ্গে অ্যাফিড, এই ছবিটা দেখলেই প্রথমে মনে হয় যে তিনটি পিঁপড়ে মাঝের ওই প্রাণীটি(অ্যাফিড)-কে আক্রমণ করছে। বস্তুত তা নয়। প্রকৃতিতে দুই ভিন্ন প্রজাতির পারস্পরিক সহাবস্থানের কথাই এই ছবির মূল প্রতিপাদ্য বিষয়।
মাঝখানের এই প্রাণীটি হল অ্যাফিড। এরা গাছের রস খেয়ে জীবনধারণ করে। মজার ব্যাপার হল এরা পায়ূদ্বার দিয়ে একপ্রকার মিষ্টি রস নিঃসরণ করে, যাকে বলে ‘হানি-ডিউ’।
পিঁপড়েরা এই হানি-ডিউ খাওয়ার জন্য কী না করে; অ্যাফিডদের যেমন প্রতিরক্ষা প্রদান করে তেমনি ওদের খাদ্য তরুরসের সন্ধানে পিঁপড়েরা ওদের অন্যত্র পরিবহনও করে থাকে। এই ঘটনা অনেকটা মানুষের গো-পালনের মতো। তাই এই অ্যাফিডদের পিঁপড়ের গরু বলা যেতে পারে।
ছবি -কল্যাণ কুমার রায়কাশরাঙা: কাটোয়া-বর্ধমান রেললাইনের ধারে শরৎ আকাশে পড়ন্ত বিকালে সূর্যের ছটায় কাশফুল।
ছবি -অনিমেষ ব্যানার্জ্জী
নবতরু ছবি মহল
2 thoughts on “নবতরু ছবি মহল”
Leave a Reply

বিবিধ কচিপাতা ছবি / ফটোগ্রাফি
গ্রাম্য বধূ: তৃষিতা ঘটক
গ্রাম্য বধূ: তৃষিতা ঘটক(পঞ্চম শ্রেণি); শ্রীখণ্ড ঊষাঙ্গিনী উচ্চ বালিকা বিদ্যালয়; পূর্ব বর্ধমান
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
ছবি / ফটোগ্রাফি
মানিনী: আরাধনা চট্টোপাধ্যায়
মানিনী: আরাধনা চট্টোপাধ্যায়, হালিশহর, উত্তর ২৪ পরগনা।
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
ছবি / ফটোগ্রাফি
আনাজপাতি: তৃষিতা ঘটক
আনাজপাতি: তৃষিতা ঘটক(পঞ্চম শ্রেণি), শ্রীখণ্ড ঊষাঙ্গিনী উচ্চ বালিকা বিদ্যালয়, পূর্ব বর্ধমান
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
খুব সুন্দর
খুব সুন্দর