নবতরু প্রাণ ভরে পড়ে চলে,
নবতরু মন খুলে কথা বলে।
নবতরু মন প্রাণ ঢেলে লেখে,
নবতরু দিন দিন সব শেখে।
নবতরু আমি তুমি ওরা তারা,
নবতরু ডাক দিলে দেয় সাড়া।
নবতরু পদ্য, গদ্য, ছড়া, গল্প,
নবতরু আরো বেশি, নয় অল্প।
নবতরু রঙে চঙে – বহু বর্ণা,
নবতরু কিশ লয় – মধু পর্ণা।
নবতরু মন জুড়ে বেঁচে থাকে,
নবতরু সৃষ্টি সুখ দেয় তাকে।
নবতরু দেয় ওই হাত ছানি,
নবতরু বন্ধু তাই, খুব মানি।
নবতরু বেজে ওঠে নব বোলে,
নবতরু ডাক দেয় এসো চলে।।
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।