নবতরু ই-ম্যাগাজিনের পরিকল্পনা -বরুণ মুখোপাধ্যায়

নবতরু ই-পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেছে গত মাসে(অক্টোবর-২০২০)। অনেক টানাপোড়েনের পর এই কাজ শুরু করা হল শেষমেশ। যে ভাবনাটা মনকে তোলপাড় করেছিল সেটা পাঠক বন্ধুদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমার পরিচিত ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধু-বান্ধবদের বিভিন্ন সৃজনশীল কাজকর্ম নানান মাধ্যমে প্রায়ই ঘোরাফেরা করে। বেশ কিছুদিন তার রেশ থাকলেও স্থায়ী জায়গার অভাবে সেগুলি যেমন হঠাৎ করে আসে তেমনই হঠাৎ করে হারিয়েও যায়। কিছুতেই আর গোছানো অবস্থায় পাওয়া যায়না। আবার কেউ হয়ত নিজের প্রতিভা সঠিকভাবে প্রকাশের অভাবে তা নিজের মধ্যেই লুকিয়ে রেখেছেন দিনের পর দিন। এইসবের প্রকাশের এক স্থায়ী ঠিকানা কী হতে পারে সেই ভাবনা থেকেই এই ওয়েব-বন্দি অনলাইন পত্রিকার অবতারণা। একদিকে বন্দি হলেও অপরদিকে এই ভাবনাগুলিকে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতেই এই পরিকল্পনা। তাই এই ‘নবতরু’ আজ শিশুবৃক্ষ; আপনাদের জলসিঞ্চণে তার শাখা প্রশাখা বিস্তার করে সকলকে আনন্দ-শীতল ছায়াদান করুক এই কামনা করি।
সমৃদ্ধি কামনা করি।
পত্রিকার শ্রীবৃদ্ধি কামনা করছি। উত্তরোত্তর তা বৃদ্ধির ব্যাপারে আমি মনের মধ্যে দ্বিধার বাসা দেখছিনা। দক্ষ সম্পাদকের ভূমিকা ও কলম তাদের ভূমিকা যথাযথ পালন করবেই এটুকু আস্থা রাখাই যায়।