নন্দ কিশোর গ্রামের ছেলে,
জীবন কাটাতো হেসে খেলে।
বকুনি খেতো মায়ের কাছে,
ঘুরে বেড়াতো মিছে মিছে।
নদীর ধারে খেলতো সে যে,
কুমির ডাঙ্গা মাঝে মাঝে।
বাড়িটি তার টিনের চালের,
বেড়াগুলি গাছের ডালের।
পড়াশুনায় নেই কো মন,
ঘুরে বেড়ায় সারাক্ষণ।
মাঠে ঘাটে ঘুরে বেড়ায়,
ধেনুগুলোকে নিজেই চড়ায়।
গ্রামের লোকে ডাকে তাকে,
কিশোর সদা ব্যস্ত থাকে।
এমনি করে দিন যে যায়,
যা পায় তাই রোজ খায়।
২০০৭ সালে জলপাইগুড়ি শহরে জন্মগ্রহণ করেন সম্প্রীতি ঘোষ। বর্তমানে (২০২১) তিনি নবম শ্রেণির ছাত্রী। তৃতীয় শ্রেণী থেকে কবিতা ও গল্প লেখা শুরু করেন। ইংরেজি ও বাংলা গল্পের বই পড়তে ভালোবাসেন। এছাড়া সাঁতার, তাইকোন্ডো, চিত্রাঙ্কন, নৃত্য প্রভৃতি বিষয়েও আগ্রহ আছে তাঁর।
আজ সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিক কুয়াশার চাদরে সাদা হয়ে গেছে। সকালে স্কুলে যেতে খুব কষ্ট হচ্ছিল। মা বলে “সনু আজকের দিনটা স্কুলে যাও, গাড়িতে যাবে মজা হবে।” বাবা বলল, “নিচে গাড়ি দাঁড়িয়ে আছে।”
নন্দ কিশোরকে আমার বেশ লেগেছে। সবার মনে মধ্যে এমন একটা নন্দ কিশোর খুঁজলেই পাওয়া যাবে।