Recent Post

“ধ্রুবতারার কি বিকল্প নীল থাকে?”:কমলিকা দত্ত

 “ধ্রুবতারার কি বিকল্প নীল থাকে?”:কমলিকা দত্ত

কি ভীষণ ছিল রোদ্দুর সেই দিন! 
ছায়াহীন দেহে স্তব্ধ  বাতাসে মুখ গুঁজে বসে আছি...
অপেক্ষা হল শুরু―পিছুটানহীন ঘড়ির কাঁটার সাথে, 
চূড়ান্ত পর্যায়ে―
খবর আসল দেশান্তরি সে মন,
আর কী উপায়?
অলিন্দ হল ডানা―
নিলয় সাজালো পালক
আকাশ টানলে অনেকটা বড় হয়! 
বাধাহীন তার বুক নিয়ে নিল দত্তক... 
সংসার সাধ রূপান্তরিত পরিযায়ী পরিচয়ে,
তার সোনালি ইচ্ছে যেখানে বেঁধেছে বাসা,
উড়ানের পথে হয়ত বা যাই সেই জনপদ ছুঁয়ে... 

কিছু বার্ষিক পেরিয়ে,এল উড়ন্ত জিজ্ঞাসা
এবার একটু অন্যরকম 
"চারকোণা ছাদ বেঁধেছ কি অভিরূপ?"
 স্মিত হাসি ছাড়া ফুটল না কিছু ঠোঁটে,
 সঙ্গে দু'চার শব্দ― মৌন প্রবাহে হেঁটে, নিভে গেল ফের স্বগোতক্তির দেশে...
 বাসা তো বেঁধেছি বটে,
 তবে, খড় কুটো সঞ্চয়ে...
 তাকে যতই সাজাই  উপসংহারে নষ্টনীড়ই তো হবে,
ধ্রুবতারার কি বিকল্প নীল থাকে?

Author

  • কমলিকা দত্ত

    লেখিকা কমলিকা দত্ত ১৯৮২ সালে অধুনা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে জন্মগ্রহণ করেন। রাজকুমারী সান্ত্বনাময়ী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে শুরু হয় তাঁর বিদ্যালয় জীবন। পরবর্তী সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চাঙ্গসংগীত ও আবৃত্তি চর্চার মধ্য দিয়ে সাংস্কৃতিক জগতে প্রবেশ করেন তিনি। অল্প বয়সেই কবিতার হাত ধরে সাহিত্যজগতের আঙিনায় পা রাখেন শ্রীমতী দত্ত। পেশায় স্কুল শিক্ষিকা কমলিকা দত্ত সঙ্গীত চর্চা, নৃত্য ও বই পড়ার বিষয়েও বিশেষ আগ্রহী। এছাড়া বাচিক শিল্পী হিসাবেও তিনি পরিচিত মহলে সুনাম অর্জন করেছেন। কবির দুটি প্রকাশিত কাব্যগ্রন্থ হল—'রাঙতায় মোড়া রোশনাই'(২০১৯) ও 'আরোহ'(২০২০)। বর্তমানে তিনি 'নবতরু ই-পত্রিকা'র একজন লেখিকা।

One thought on ““ধ্রুবতারার কি বিকল্প নীল থাকে?”:কমলিকা দত্ত”

  1. অনবদ্য একটি লেখা কমলিকা দেবী, কবিতার নামটাও খুব সুন্দর, পরবর্তী লেখার অপেক্ষায় রইলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন