লেখিকা কমলিকা দত্ত ১৯৮২ সালে অধুনা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে জন্মগ্রহণ করেন। রাজকুমারী সান্ত্বনাময়ী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে শুরু হয় তাঁর বিদ্যালয় জীবন। পরবর্তী সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চাঙ্গসংগীত ও আবৃত্তি চর্চার মধ্য দিয়ে সাংস্কৃতিক জগতে প্রবেশ করেন তিনি। অল্প বয়সেই কবিতার হাত ধরে সাহিত্যজগতের আঙিনায় পা রাখেন শ্রীমতী দত্ত। পেশায় স্কুল শিক্ষিকা কমলিকা দত্ত সঙ্গীত চর্চা, নৃত্য ও বই পড়ার বিষয়েও বিশেষ আগ্রহী। এছাড়া বাচিক শিল্পী হিসাবেও তিনি পরিচিত মহলে সুনাম অর্জন করেছেন। কবির দুটি প্রকাশিত কাব্যগ্রন্থ হল—'রাঙতায় মোড়া রোশনাই'(২০১৯) ও 'আরোহ'(২০২০)।
বর্তমানে তিনি 'নবতরু ই-পত্রিকা'র একজন লেখিকা।
অনবদ্য একটি লেখা কমলিকা দেবী, কবিতার নামটাও খুব সুন্দর, পরবর্তী লেখার অপেক্ষায় রইলাম।