Recent Post

ধর্ম যুদ্ধ: পৃথা গোস্বামী

ধর্ম যুদ্ধ: পৃথা গোস্বামী

আতা গাছে তোতা পাখি
রাম-রহিমের যুদ্ধ দেখে। 
হারান দাদা, হাসান চাচা
প্রানপণে আজ দু-চোখ ঢাকে।
 
বারুদ গন্ধে বিষের বাতাস
অস্ত্রেশস্ত্রে পড়ছে শান। 
বোধের গোড়ায় শুধুই ধোঁয়া
কালের চাকায় উলটো টান।

তোতাপাখি বড্ড অবাক! 
"মানুষ তোমার ধর্ম কী? 
শাস্ত্রে না কি মনে বসত! 
ধর্ম মানে যুদ্ধ কি?"

মানুষ বলে, "থাম তোতা তুই। 
বলছি যেটা সেটাই শোন...
ধর্ম মানে অঙ্ক জটিল
মোক্ষ শুধুই সিংহাসন।"

Author

  • পৃথা গোস্বামী

    পৃথা গোস্বামী ২০০২ সালে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কানাইডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পাঠগ্রহণ সম্পূর্ণ করে কৈচর ষোড়শীবালা বালিকা বিদ্যামন্দির থেকে মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। উচ্চমাধ্যমিক পড়াশুনা সম্পূর্ণ করেন শিমুলিয়া উচ্চ বালিকা বিদ্যালয় থেকে। বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজের নার্সিং ট্রেনিং স্কুলের প্রথম বর্ষের ছাত্রী পৃথা। অত্যন্ত মেধাবী ছাত্রী হিসাবে সুপরিচিত পৃথা গোস্বামী পড়াশুনার পাশাপাশি লেখালেখিতেও বেশ দক্ষ। সুন্দর হাতের লেখাও তাঁর এক বিশেষ গুণ। এছাড়া বিভিন্ন গান শোনা ও সাম্প্রতিক ঘটনাবলীর খবরাখবর রাখতেও পছন্দ করেন তিনি। তাঁর কথায়, "মনের খেয়ালে ছোটোবেলা থেকেই লিখি। কিন্তু সেগুলো পড়লে এখন নিজেরই হাসি পায়।" স্কুলের ম্যাগাজিনে লেখালেখিতে হাতেখড়ি হয়। যদিও এখন পড়াশোনার চাপে লেখার গতিতে তাঁর ব্যাঘাত ঘটছে। বর্তমানে তিনি নবতরু ই-পত্রিকার একজন স্বল্পবয়সী লেখিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
কবিতা / ছড়া

স্মৃতির বৈশাখে: প্রিয়াংকা রায়

    শূন্যের মাঝে মরে খুঁজে খুঁজে
    শৈশব মাখা স্মৃতিতে।
    ভাবনার মেঘে রংধনু আঁকা
    বকের পাখায় লাগে তাই
    ধুলায় গোধূলি ছুঁয়ে যায় ঠোঁট

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
    কবিতা / ছড়া

    অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

      থমকে দাঁড়িয়ে আছি
      ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      দখিনা বাতাস: বিবেক পাল
      কবিতা / ছড়া

      দখিনা বাতাস: বিবেক পাল

        গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
        পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
        খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
        অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন