পৃথা গোস্বামী ২০০২ সালে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কানাইডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পাঠগ্রহণ সম্পূর্ণ করে কৈচর ষোড়শীবালা বালিকা বিদ্যামন্দির থেকে মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। উচ্চমাধ্যমিক পড়াশুনা সম্পূর্ণ করেন শিমুলিয়া উচ্চ বালিকা বিদ্যালয় থেকে। বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজের নার্সিং ট্রেনিং স্কুলের প্রথম বর্ষের ছাত্রী পৃথা।
অত্যন্ত মেধাবী ছাত্রী হিসাবে সুপরিচিত পৃথা গোস্বামী পড়াশুনার পাশাপাশি লেখালেখিতেও বেশ দক্ষ। সুন্দর হাতের লেখাও তাঁর এক বিশেষ গুণ। এছাড়া বিভিন্ন গান শোনা ও সাম্প্রতিক ঘটনাবলীর খবরাখবর রাখতেও পছন্দ করেন তিনি। তাঁর কথায়, "মনের খেয়ালে ছোটোবেলা থেকেই লিখি। কিন্তু সেগুলো পড়লে এখন নিজেরই হাসি পায়।"
স্কুলের ম্যাগাজিনে লেখালেখিতে হাতেখড়ি হয়। যদিও এখন পড়াশোনার চাপে লেখার গতিতে তাঁর ব্যাঘাত ঘটছে।
বর্তমানে তিনি নবতরু ই-পত্রিকার একজন স্বল্পবয়সী লেখিকা।