Recent Post

দোয়াত: আয়ূব হোসেন

দোয়াত: আয়ূব হোসেন

গিলে ফেলি আস্ত অভিমান,
অপরাধবোধ, অপমান।
পায়ের তলায় চোখের শিশির
ধারালো ও উন্মুক্ত এখনও... 

তবুও কেটে যাই নিজেই নিজের ছাওয়ায়।
ভাসতে থাকা শুকতারা,
নিলামে ওঠা হৃৎপিন্ড,
বুঝে নিয়ে যায় মাসিক ভাতা।

ভালো আলো চোখ পুড়িয়ে দেয়,
অন্ধকারের চাদর জড়িয়ে
তাই... এখনও ছুটি অফিস পাড়ায়
গুঁড়িয়ে যাওয়া শিরদাঁড়ার 
কিস্তি নিতে...

কলমটা বিক্রি হয়নি আজও...
খোঁজ পেলে জানাস, 
কালির দাগে ভিজে যাচ্ছে
বুক পকেট ক্রমশ ।।

Author

  • আয়ূব হোসেন

    বীরভূম জেলার মল্লারপুরের বাসিন্দা আয়ূব হোসেন ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন। পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আয়ূব হোসেন জামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। অবসর সময়ে ভালোবাসেন বিভিন্ন ধরনের বই পড়তে। কবিতা লেখাতেও তিনি বেশ পারদর্শী। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনেক কবিতাই প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন