দীর্ঘ সময়, দীর্ঘ বয়স, দীর্ঘ জীবনধারা
দীর্ঘতার এই মাপকাঠিতে আমি যে পথহারা।
সাগর-নদী-নীল সরোবর ডুব দিয়ে রূপ খুঁজি
এই ভুবনের গোলকধাঁধায় হারিয়ে গেছি বুঝি।
হৃদয় অবুঝ, ঘরের খোঁজে, এপথ ওপথ ঘুরি
পৃথিবীর এই শূন্যতাকে বুকেই আগলে ধরি।
এই বিশ্বে লুকিয়ে যেথা আর এক বিশ্ব কাঁদে
অবিনশ্বর প্রাণের পাখি সেইখানে ঘর বাঁধে।
গহন-গভীর মনের বনে অসীম সবুজায়ন
দীর্ঘতাকে ডুবিয়ে মারে অশ্রুসিক্ত নয়ন।
দীর্ঘ জীবন পাড় হয়ে যায় দুঃখ সুখের মোহে,
বিশ্ব আমার বিশ্ব তোমার লুকিয়ে আছে দেহে।
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।