Recent Post

দেশে রণবেশে:রূপম মিশ্র

গভীর রাতে পশ্চিম দিকের জঙ্গলে কিছু জিপ আসার আওয়াজে হঠাৎ বরেণ, রাজু, শংকরীদের ঘুম ভেঙে গেল। নিমেষে তারা কয়েকজন লাঠি, তির, বল্লম নিয়ে মশাল হাতে জঙ্গলে ছুটে গেল। বাবুরা সবেমাত্র একটি বড় গাছে কোপ মারার অপেক্ষায়। অমনি তারা তাদের সামনে হাজির। লাঠি, বল্লম উঁচিয়ে একবাক্যে বলে উঠল, “একটা গাছেও কোপ দিবি তো মারা পড়বি।” ততক্ষণে ওদিক থেকে আরও কিছু গ্রামবাসী এসে হাজির। ওদের দল ভারী বুঝে বাবু শাগরেদদের বললেন, “চল, চল, সব তাড়াতাড়ি গোটা, এক্ষুনি বেরিয়ে চল।”

পরদিন সকালে মাহালি গ্রামের বটতলায় মুখিয়া এসে উপস্থিত। তিনি বলে উঠলেন, “এই লড়াইটা চলতে থাকবে, এ বেঁচে থাকার লড়াই, শেষ দেখে ছাড়ব।” গ্রামবাসীরা তারস্বরে সম্মতি জানাল।

মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও এক গভীর রাতে আচমকা গ্রামে তীব্র হাহাকারে আকাশ-বাতাস মুখরিত। সবাই দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে বেড়াচ্ছে। দাউদাউ করে আগুনের লেলিহান শিখা বাঁশ-কাঠের বাড়িগুলিকে গিলে খাচ্ছে। অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোরের আলো ফুটতে একের পর এক মৃতদেহের কালো কালো স্তূপ। বরেণ, রাজু, শংকরীসহ আরও অনেকে হয়তো আকাশের তারা হয়ে বলছে,”এ লড়াই তোরা কখনও হারিস না।”

Author

  • রূপম মিশ্র

    অবিভক্ত মেদিনীপুর(বর্তমানে পূর্ব মেদিনীপুর) জেলার এগরা-১ ব্লকের অন্তর্গত বরদা গ্রামে ১৯৯৬ সালে জন্মগ্রহণ করেন লেখক রূপম মিশ্র। বাল্যকাল কাটে গ্রামের নির্মল পরিবেশে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাঠ সম্পূর্ণ করে পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন। পরবর্তীতে মেদিনীপুর কলেজ(স্বশাসিত) থেকে প্রাণীবিদ্যায় প্রথম বিভাগে স্নাতক উত্তীর্ণ হয়ে রামকৃষ্ণ মিশনের অন্তর্গত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে কৃষি ও গ্রামোন্নয়ন বিষয়ে প্রথম বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বিএড কোর্সে পাঠরত এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন। তাঁর শখ—বেড়ানো, লেখালেখির চর্চা, ভৌতিক কাহিনি শোনা ও পড়া। গ্রাম্য পরিবেশে মধ্যবিত্ত পরিবারে বড়ো হয়ে ওঠা লেখক রূপম মিশ্র লেখালেখির পাশাপাশি ভালোবাসেন সমাজসেবামূলক কাজে যুক্ত থাকতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Nabataru-e-Patrika-July-2022-16.jpg July 1, 2022
অণু গল্প

ভালোবাসা: বসন্ত ঘোষ

    আমি তিনবার জেনেছি। এক, মায়ের কোলে। দুই, পরীক্ষায় প্রথম পাশ করে;আর তি

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    Nabataru-e-Patrika-June-2022-13.jpg
    অণু গল্প

    জবাব: নির্মল কুমার দে

      শখ করে বন্ধু রজতের মোটরসাইকেলটি একবার চালিয়েছিল সঞ্জয়। আর গাড়িটা একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে উলটে গিয়েছিল রাস্তায়।

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      অণু গল্প

      পারিজাতের গল্প: নবজ্যোতি দাস

        রাস্তার পাশে বাঁ দিকের চায়ের দোকানে চা খেয়ে, বাঁ পকেট থেকে মিডিয়াম স্ট্যান্ডার্ডের গোল্ড ফ্লেকের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো, লাঞ্চব্রেক, রিং হল না।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন