Recent Post

দৃষ্টিভঙ্গি:উমা চক্রবর্তী

 দৃষ্টিভঙ্গি:উমা চক্রবর্তী

শহর জুড়ে চলছে গুজব 
তোর আমার প্রেম 
কি যে দিনকাল এল সব 
ছি ছি! শেম শেম !

সবাই বলছে পরকীয়া 
নির্ভরতা কি নয়?
শূন্য হৃদয় আসবে কাছে 
পূর্ণ যদি হয়। 

ভালোবাসার সংজ্ঞাটা যে
কোথায় আছে লেখা?
আসল হল দৃষ্টিভঙ্গি 
(যেটা) যায় না চোখে দেখা।

Author

  • উমা চক্রবর্তী

    লেখিকা উমা চক্রবর্তী ১৯৮১ সালে হুগলি জেলার কোন্নগরে জন্মগ্রহণ করেন। যৌথ পরিবারের বড়ো হওয়ার সুবাদে হাসি, মজা, আনন্দের মধ‍্যে কেটেছে দিনগুলি। নবগ্রাম হীরালাল পাল বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং পরবর্তীতে হাওড়া গার্লস থেকে স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেন তিনি। বর্তমানে তিনি রাজ্য সরকারের সেক্রেটারিয়াট স্টাফ হিসাবে কর্মরত। পেশাগত ব‍্যস্ততা থাকলেও অবসর সময়ে তিনি ভালোবাসেন লেখালেখি করতে; এছাড়া গান ও আবৃত্তিতেও তাঁর বিশেষ আগ্রহ আছে। তাঁর কথায়,"পড়তে ও লিখতে ভালোবাসি। সকলের আশীর্বাদ, ভালোবাসা ও উৎসাহে জীবনে এগিয়ে যাচ্ছি। আর নতুন নতুন বিষয় রোজ শিখছি ছোটো বড়ো সবার থেকে।"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন