দৃষ্টিভঙ্গি:উমা চক্রবর্তী

শহর জুড়ে চলছে গুজব তোর আমার প্রেম কি যে দিনকাল এল সব ছি ছি! শেম শেম ! সবাই বলছে পরকীয়া নির্ভরতা কি নয়? শূন্য হৃদয় আসবে কাছে পূর্ণ যদি হয়। ভালোবাসার সংজ্ঞাটা যে কোথায় আছে লেখা? আসল হল দৃষ্টিভঙ্গি (যেটা) যায় না চোখে দেখা।
শহর জুড়ে চলছে গুজব তোর আমার প্রেম কি যে দিনকাল এল সব ছি ছি! শেম শেম ! সবাই বলছে পরকীয়া নির্ভরতা কি নয়? শূন্য হৃদয় আসবে কাছে পূর্ণ যদি হয়। ভালোবাসার সংজ্ঞাটা যে কোথায় আছে লেখা? আসল হল দৃষ্টিভঙ্গি (যেটা) যায় না চোখে দেখা।
থমকে দাঁড়িয়ে আছি
ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে
গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!
স্বার্থের খেলায় অন্ধ সুজন,
হারিয়েছে আজ সব প্রয়োজন।
সময় স্রোতে ভাসে মৃত মন,