দুই মেরুতে: চাঁদ রায়

নীল পূরকে হলুদ সাদা জল-মাটি মিশে কাদা কাপড় কেচে কলের জলে হলুদ ঘুচবে সিঁদুর গুলে জল স্বচ্ছ—মাটি শুষ্ক লাল মেরু—নীল মেরু অনেক দূরত্ব মাঝে ফাঁকা! সকাল সকাল দেখা করে দুপুর হতেই ঢুকে ঘরে বেশ তো মজা! তুমিও একা—আমিও একা!
নীল পূরকে হলুদ সাদা জল-মাটি মিশে কাদা কাপড় কেচে কলের জলে হলুদ ঘুচবে সিঁদুর গুলে জল স্বচ্ছ—মাটি শুষ্ক লাল মেরু—নীল মেরু অনেক দূরত্ব মাঝে ফাঁকা! সকাল সকাল দেখা করে দুপুর হতেই ঢুকে ঘরে বেশ তো মজা! তুমিও একা—আমিও একা!
স্বার্থের খেলায় অন্ধ সুজন,
হারিয়েছে আজ সব প্রয়োজন।
সময় স্রোতে ভাসে মৃত মন,
আজ প্রহর শান্ত, রাত মধ্যম
নিবিড় বর্ষায় আভাসে
সমস্ত উজ্জ্বলতা ঘুমিয়ে পড়েছে শরীরে
ক্লান্ত হৃদয় হিমেল হাওয়া,
প্রশান্তি আনে তর ছোঁয়া।
ভিষন ভালো।