
দুঃখের বাক্যালাপ: চাঁদ রায়
বলে কী লাভ রাশি রাশি দুঃখের কথা নরকের স্তূপে বসেই না হয় গাইব আনন্দ সংগীত এসো শুনতে শত বেদনা চেপে দুঃখের ব্যাকালাপ পারবে না বুঝতে তাই ফুল ছুঁড়ে দাও বরং সংবেদনের উদ্দীপক বাহ্য অথবা আন্তর স্পর্শব্যাপ্তিতে লুকাক শব্দেরা সুপ্তাবস্থা ভাঙবে অঙ্কুরিত বাক্য গঠনে নতুন কবিতার অবয়বে পরিস্ফূরণ হোক এখান থেকেই।