দর্পণে নিজের মুখ দেখে, বেজায় খারাপ হল মেজাজ।
মনে মনে ভাবলাম এ আমার মুখ হতেই পারে না।
এত ক্রুদ্ধ ক্রুদ্ধ মুখ আমার হতে যাবে কেন!
আমি তো বেশ দশ তলায় বারান্দায় বসে কফি সহযোগে আলু ভাজা খাচ্ছি,
দক্ষিণ দিক থেকে ভেসে আসছে ঠান্ডা সকালের হাওয়া,
যেন তারা গরম হয়ে যাওয়া শহরটাকে চেনেই না,
উড়িয়ে দিচ্ছে নিচের জলবাহী খালের দুর্গন্ধ।
তাহলে আমার রেগে যাবার কী আছে!
যদিও জাতিসংঘ বলেছে মনুষ্য জাতির হাতে আর দু-চার বছর সময়—
তাহলেও আমার রেগে যাবার কী আছে!
১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন কবি সুশান্ত সেন। বর্তমানে কলকাতার বাসিন্দা কবি সুশান্ত সেন অবসর জীবন যাপন করছেন লেখালেখির মধ্য দিয়ে। মনের আনন্দে তিনি লেখেন। তাঁর কিছু লেখা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।