Recent Post

দরদি দীর্ঘশ্বাস: শ্বেতা বন্দ্যোপাধ্যায়

দরদি-দীর্ঘশ্বাস-Nabataru-e-patrika
দরদি-দীর্ঘশ্বাস-Nabataru-e-patrika

দরদি-দীর্ঘশ্বাস

গরম ভাতের স্বপ্ন আঁকি কুরুশকাঁটা দিয়ে, 
ব্যালকনিতে জ্যোৎস্না নামাই ওয়াইনের মোহে... 
হাইরাইসের উপর থেকে বস্তিগুলো দেখে, 
কবিতার শব্দগুলো আসে শয়ে শয়ে।

গরিবিকে পোশাক করে বুলিগুলো ওড়াই, 
কুরুশকাঁটা বাহবা রাখে আমার  শিরদাঁড়ায়,
নোনাধরা মোহ নিয়ে শুভসকাল জানাই.. 
আদালতে গীতার শপথ যেমনটি কাঠগড়ায়। 
 
হিসাব কষি দুখি হবার সুখের চাবি নিয়ে
সূর্যটা ঠিক মাথার উপর আর একতলা দূরে,
দুঃখিত রোগ ভিজিয়ে রাখি বেচব বেশি দামে 
বস্তিঘরের ভাঙা দেওয়াল, সূর্য চুরি করে।

সামনে রেখে মুরগি পোলাও, ভুখা শব্দ খুঁজে 
কলম নয় গলাই আগুন ওঠাই ধোঁয়া তাতে 
সাবাশ, সাবাশ, হাততালিতে সভাগৃহ কাঁপে।
উফফ! এতদিনে পেলাম আসন ইন্দ্রের সভাতে।

Author

  • শ্বেতা বন্দ্যোপাধ্যায়:

    কবি শ্বেতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৬৬ সালে। গৃহবধূ শ্রীমতী বন্দ্যোপাধ্যায় সাংসারিক ব্যস্ততার ফাঁকে ভালোবাসেন কবিতা লিখতে। সংগীত চর্চা ও নৃত্যেও বিশেষ আগ্রহ আছে তাঁর। তাঁর লেখা দুটি কবিতা সংকলন ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি নবতরু ই-পত্রিকায় লেখালেখি করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন