Recent Post

দন্তরাক্ষসের গল্প: অদ্রিজা মুখোপাধ্যায়

অনেকদিন আগে একটা গভীর বন ছিল। সেইখানে একটা গুহা ছিল। সেই গুহাতে থাকত একটা বড়ো দন্তরাক্ষস। কোনও মানুষেই জানত না যে ওই গুহাটা একটা দন্তরাক্ষসের। একদিন একটা মানুষ ওই জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছিল। হঠাৎ করে খুব জোরে বৃষ্টি নামল। লোকটি সেই দন্তরাক্ষসের গুহায় আশ্রয় নেবে বলে ভাবল। তখন রাক্ষসটা ছিল না। লোকটি ধীরে ধীরে গেল সেই গুহাটায়। গুহার নীচে দেখল পায়ের ছাপ। সে ভয় পেয়ে গেল।

কিছুক্ষণ পর সেই রাক্ষসটা এল। তখন সন্ধ্যাবেলা ছিল। রাক্ষসটা ভাবল ওটা আবার কী? তারপর বলল, “আমার গুহায় কে রে?”

তখন লোকটা রাক্ষসটাকে খুশি করার জন্য

বলল, “আমি তোমার কোনো ক্ষতি করব না।”

ওই রাক্ষসটা ফল খেত, মানুষ খেত না। তাই রাক্ষসটা বলল, “ওরে বোকা, আমি মানুষ খাই না, আমি ফল খাই।”

দন্তরাক্ষসটা আম, জাম, কাঁঠাল, আখ, বেদানা খেতে পছন্দ করত। লোকটি এই ফলগুলো তাকে দিতে থাকে আর রাক্ষসটা খেতে থাকে। এমনি করে তারা বন্ধু হয়ে যায়।

Author

  • অদ্রিজা মুখোপাধ্যায়

    ২০১৫ সালে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কানাইডাঙা গ্রামে তাঁর মামার বাড়িতে জন্মগ্রহণ করেন অদ্রিজা। এরপর বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের বাড়িতে তাঁর শৈশব জীবন শুরু হয়। গ্রামের মেঠো সোনারোদ মেখে প্রকৃতি থেকে সহজপাঠের ক্লাস শুরু সেখানেই। বর্তমানে বোলপুরে প্রাতিষ্ঠানিক শিক্ষারম্ভ হয়েছে তাঁর। এই প্রজন্মের আর পাঁচটা শিশুর মতোই গল্প পড়ার থেকে গল্পের ভিডিওতেই বেশি মগ্ন অদ্রিজা; আর সেটাই তাঁর গল্পের রসদ বলা যেতে পারে। পড়াশোনার পাশাপাশি ভালোবাসেন ছবি আঁকতে। নৃত্যেও বিশেষ আগ্রহ আছে তাঁর। তাঁর মুখে মুখে তৈরি 'গান-ছড়া' বড়োদেরও ভালোলাগে। নবতরু ই-পত্রিকায় গল্প লিখে নিজেও বেশ খুশি শিশু অদ্রিজা।

3 thoughts on “দন্তরাক্ষসের গল্প: অদ্রিজা মুখোপাধ্যায়

  1. বাঃ, কি সুন্দর গল্প।
    রাক্ষস টা কি ভালো।
    এমন ভালো আর মিষ্টি গল্প আরো লেখো।

  2. অদ্রিজা তোমার গল্প খুব সুন্দর হয়েছে।
    আরও লেখো ,আমরা অপেক্ষায় রইলাম।

  3. খুব ভালো লাগল অদ্রিজা। গল্পের রাক্ষসটা খুব ভালো। আরও সুন্দর সুন্দর গল্প লেখো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রাম্য বধূ: তৃষিতা ঘটক
বিবিধ কচিপাতা ছবি / ফটোগ্রাফি

গ্রাম্য বধূ: তৃষিতা ঘটক

    গ্রাম্য বধূ: তৃষিতা ঘটক(পঞ্চম শ্রেণি); শ্রীখণ্ড ঊষাঙ্গিনী উচ্চ বালিকা বিদ্যালয়; পূর্ব বর্ধমান

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    Nabataru-e-Patrika-2023-11.jpg
    কচিপাতা স্মৃতিকথা

    আমার সকাল: অহনা মুখোপাধ্যায়

      আজ সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিক কুয়াশার চাদরে সাদা হয়ে গেছে। সকালে স্কুলে যেতে খুব কষ্ট হচ্ছিল। মা বলে “সনু আজকের দিনটা স্কুলে যাও, গাড়িতে যাবে মজা হবে।” বাবা বলল, “নিচে গাড়ি দাঁড়িয়ে আছে।”

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      কচিপাতা

      কাণ্ড কারখানা: তমোজিৎ মণ্ডল

        একদিন এক চোর একটি বাড়িতে চুরি করতে গেল। সেই বাড়িতে একটি কুকুর ছিল। কুকুরটা ঘেউ, ঘেউ করে ডাকতে লাগল। মালকিন শুনতে পেল কুকুরের ডাক। মালকিন অবাক হল।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন