তোর মতো: সেখ আয়োউদ্দিন
আমিও একদিন মায়া মুক্ত হয়ে যাব,
ভুলে যাব সব কিছু—তোর মতো।
সেদিন তুই সামনে এলেও,
বুক ফুলিয়ে এড়িয়ে যাব—তোর মতো।
আমিও হয়ে যাবো স্ট্রং,
হয়ে ম্যাচিওর, শক্ত পাথর—তোর মতো।
তখন আমি আর কাঁদবো না,
পড়বে না চোখের জল—তোর মতো।
ভাবব না পুরোনো কথা,
হবে না কোনো কষ্ট—তোর মতো।
তখন শুধু একটাই লক্ষ্য হবে,
ভুলে যাওয়া, মায়া মুক্ত করা—তোর মতো।
সেদিন বলাকার মতো মুক্ত হয়ে,
অথবা সাগরের ঢেউয়ের হয়ে—
মুছে দেব ইতিহাস—তোর মতো
ভাল লাগা কবিতা।