Recent Post

তোর মতো: সেখ আয়োউদ্দিন

 তোর মতো: সেখ আয়োউদ্দিন

আমিও একদিন মায়া মুক্ত হয়ে যাব,

ভুলে যাব সব কিছু—তোর মতো।

সেদিন তুই সামনে এলেও,

বুক ফুলিয়ে এড়িয়ে যাব—তোর মতো।

আমিও হয়ে যাবো স্ট্রং,

হয়ে ম্যাচিওর, শক্ত পাথর—তোর মতো।

তখন আমি আর কাঁদবো না,

পড়বে না চোখের জল—তোর মতো।

ভাবব না পুরোনো কথা,

হবে না কোনো কষ্ট—তোর মতো।

তখন শুধু একটাই লক্ষ্য হবে,

ভুলে যাওয়া, মায়া মুক্ত করা—তোর মতো।

সেদিন বলাকার মতো মুক্ত হয়ে, 

অথবা সাগরের ঢেউয়ের হয়ে—

মুছে দেব ইতিহাস—তোর মতো

Author

  • সেখ আয়োউদ্দিন

    লেখক সেখ আয়োউদ্দিন ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের গেঁড়াই গ্রামে বসবাস করেন তিনি। সমাজবিজ্ঞানের ছাত্র আয়োউদ্দিন পড়াশোনার পাশাপাশি ভালোবাসেন ছবি আঁকতে ও কবিতা লিখতে।

One thought on “তোর মতো: সেখ আয়োউদ্দিন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন