Recent Post

তোমার জন্য: সন্তু দেবনাথ

তোমার জন্য: সন্তু দেবনাথ

তোমার জন্য লিখব বলে ভাবতে বসে বেলা
লেখা তো নয় এতো শুধু কাগজ কলম খেলা।

কী লিখব কী লিখব ভেবেই গেলাম শুধু
কিছুই যে আর লিখলাম না, ওগো মোর বঁধু।

তোমার জন্য সাজিয়ে দিলাম কিছু কথার ডালা
তোমার খোঁপা সাজিয়ে দিলাম, আমার প্রেমের মালা।

সকাল বিকেল তোমায় খুঁজি, পাই না তোমার দেখা
পাগল হয়ে তোমায় খুঁজি পথের মাঝে একা।

হৃদয়-সাগর হয় যে মরু না-পেয়ে তোমায় প্রিয়
ক্ষণিকের তরে পড়লে মনে হৃদয়ের গীত গেয়ো ।

 বঁধু আমার, প্রেয়সী আমার, আমার প্রেমের সখা
চারদেওয়ালের মাঝে আমি আজ যে ভীষণ একা!

আমার গোপন কিছু কথা তোমার মনকে যাচে
তোমার হৃদয় ধরা আছে আমার হৃদের কাছে ।

 ভাব-সাগরে ঢেউ উঠে যায়, এমন লেখা লিখি
সেই লেখনী মন ছুঁয়ে যাক, এইটুকু চাই সখী।

Author

  • সন্তু দেবনাথ:

    লেখক সন্তু দেবনাথের জন্ম ১৯৯০ সালে। দামোদর নদীর পার্শ্ববর্তী হুগলি জেলার চৈতন্যবাটী নামক একটি প্রত্যন্ত গ্রামে জন্ম হয় তাঁর। ওখানেই কাটে পুরো শৈশব ও কৈশোরের কিছুটা সময়। দামোদর নদীর অপর পাড়ে ভাঙামোড়া নূতনগ্রাম কে.এন.সি.এম ইনস্টিটিউশনে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলজীবন কাটিয়ে বাবার কর্মসূত্রে শেওড়াফুলিতে আসা। তারপর শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন থেকে বাকি স্কুলের পাঠ শেষ করেন তিনি। তারপর স্নাতকোত্তর স্তরের পাঠ সম্পন্ন করে বর্তমানে একটি সরকার পোষিত উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত। পেশায় শিক্ষক সন্তু দেবনাথের শখ গান শোনা, কবিতা লেখা, গাছ লাগানো ও মাছ ধরা। এছাড়া তাঁর বিশেষ দক্ষতা রান্না করা। তিনি বলেন, "নবম শ্রেণি থেকেই আরম্ভ হয় লেখালিখি চর্চার। স্কুলের পত্রিকায় প্রকাশিত হওয়া লেখা আমাকে প্রেরণা জোগায়।"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন