
তোমার খোঁজে: দীপ্তেশ চট্টোপাধ্যায়
অবিন্যস্ত জীবনের অজস্র গলিপথে খুঁজেছি তোমায়। মনখারাপের সন্ধেগুলো অপূর্ণ ইচ্ছাদের কলতানে হয়েছিল মুখরিত। তোমার পরিচয়? হ্যাঁ! তুমিই আমার তন্দ্রার চক্ষুপল্লব। স্বপ্নের পৃষ্ঠাজুড়ে তোমারই যে হিল্লোল। চিলেকোঠার ওই খোলা জানালা জানে, সুনীল আকাশে শুভ্র মেঘের আড়ালে তোমার লাবণ্যকে পেয়েছিলাম। যেদিন তুমি বৃষ্টি রূপে ঝরে পরেছিলে, সিক্ত হয়েছিলাম তোমার বিভূষণে। তোমায় খুঁজেছি শেষ বিকালের মিঠে রোদ্দুরে, ঘরে ফেরা পাখিদের গানে। ছলনার অন্তরালে অবসরের সাথি রূপে তুমি উদ্ভাসিত। জোৎস্না ভেজা নিশির দখিনা বাতাসে আজও তোমায় খুঁজি নিয়মিত।
খোঁজ এক স্বপ্ন,কবিতায় পেলাম।
Khub sundor vai, chaliey ja