Recent Post

তোমার খোঁজে: দীপ্তেশ চট্টোপাধ্যায়

তোমার খোঁজে: দীপ্তেশ চট্টোপাধ্যায়

অবিন্যস্ত জীবনের অজস্র গলিপথে খুঁজেছি তোমায়। 
মনখারাপের সন্ধেগুলো অপূর্ণ ইচ্ছাদের কলতানে হয়েছিল মুখরিত।
তোমার পরিচয়?
হ্যাঁ! তুমিই আমার তন্দ্রার চক্ষুপল্লব।
স্বপ্নের পৃষ্ঠাজুড়ে তোমারই যে হিল্লোল।

চিলেকোঠার ওই খোলা জানালা জানে,
সুনীল আকাশে শুভ্র মেঘের আড়ালে তোমার লাবণ্যকে পেয়েছিলাম। 
যেদিন তুমি বৃষ্টি রূপে ঝরে পরেছিলে,
সিক্ত হয়েছিলাম তোমার বিভূষণে।
তোমায় খুঁজেছি শেষ বিকালের মিঠে রোদ্দুরে,
ঘরে ফেরা পাখিদের গানে।

ছলনার অন্তরালে অবসরের সাথি রূপে তুমি উদ্ভাসিত।
জোৎস্না ভেজা নিশির দখিনা বাতাসে আজও তোমায় খুঁজি নিয়মিত।

Author

  • দীপ্তেশ চট্টোপাধ্যায়

    নবতরু ই-পত্রিকার অন্যতম নবাগত লেখক শ্রীমান দীপ্তেশ চট্টোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে ১৯৯৬ সালে জন্মগ্রহণ করেন। কাটোয়াতেই তাঁর শৈশব ও বড়ো হয়ে ওঠা। লেখকের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনা কাটোয়া কাশীরাম দাস বিদ্যায়তনে। এরপর কল্যানী বিশ্ববিদ্যালয়ের অধীন কৃষ্ণনাথ কলেজ থেকে মানব শারীরবিদ্যা বিষয়ে প্রথম বিভাগে প্রথম স্থানাধিকারী হিসাবে সাম্মানিক স্নাতক উত্তীর্ণ হন। প্রথম থেকেই অত্যন্ত মেধাবী দীপ্তেশ চট্টোপাধ্যায় এরপর বেলুড় মঠ ও মিশনের অধীন নরেন্দ্রপুরে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউট থেকে কৃষি ও গ্রামোন্নয়ন বিভাগে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন(প্রথম বিভাগে দ্বিতীয় স্থানাধিকারী)। এরপর কিছুদিন একটি কৃষি বিভাগীয় সংস্থায় কর্মজীবন কাটিয়ে বর্তমানে পুনরায় পড়াশোনার জগতে প্রবেশ করেছেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বরাবরের ভালো ছাত্র দীপ্তেশ চট্টোপাধ্যায় পড়াশোনার পাশাপাশি যত্নবান নিজের লেখালেখির বিষয়েও। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত তাই তাঁর লেখাতেও এই বিষয়ের ছাপ লক্ষ্য করা যায়, ব্যক্তিজীবনেও এর ব্যতিক্রম নয়। তিনি ভালোবাসেন একটু-আধটু রান্নাবান্না আর বিভিন্ন গল্পের বই পড়তে, ছবি আঁকতেও ভালোবাসেন তিনি। বলাবাহুল্য ভক্তিমূলক সঙ্গীত সাধনাতেও তাঁর আগ্রহ যথেষ্ট। তাঁর লেখালেখির শুরু নয় বছর বয়স থেকে। ছাত্রাবস্থায় স্কুল কলেজের বিভিন্ন মাগ্যাজিনেও কলম চলেছে। মুলত অবসর বিনোদনের জন্য লেখালেখি করেন যেটা এখনও বজায় রয়েছে। বিশেষভাবে জনসমক্ষে আত্মপ্রকাশ নবতরু পত্রিকার হাত ধরেই 'আমার শৈশব' গল্পের মধ্যে দিয়ে।

2 thoughts on “তোমার খোঁজে: দীপ্তেশ চট্টোপাধ্যায়

  1. খোঁজ এক স্বপ্ন,কবিতায় পেলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন