তোমার কয়েকটা বছর
আমার কাছে রাখা আছে সুমনা।
সেই লম্বা চুল, মাথার শ্যাম্পু,
কপালের টিপ, সুগন্ধী তেল,
চোখের কাজল,
আর অগণিত নিঃশ্বাসের শব্দ যত
সবই আছে আমার কাছে
কুড়ি বছর আগের মতো।
মেঘলা সন্ধ্যের পূর্ণিমা
টিপ টিপ বৃষ্টি
মেঘ চাঁদের লুকোচুরি
কাছে আসা সরে যাওয়া
অনাবিল ভাবে চাওয়া
শুধু ভালবাসা দিয়ে
একটা আস্ত ঘরের আশা
সবই আছে আমার কাছে।
তাজা ফুলের মতো করে রাখা
বিস্মৃতি হতে পারে তোমার
অস্বীকার তাও সই
আমি তবু এখনো
সেই ক'টা বছরেই বেঁচে রই।
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।
দারুণ